বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত : সাইদুর রহমান রেনু প্রেসিডেন্ট, আতাউর রহমান কুটি ফাইনেন্স ডাইরেক্টর

June 25, 2022,

শংকর দুলাল দেব॥ যুক্তরাজ্যে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)’ এর দ্বি’বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।
২৩ জুন বিবিসিসিআই এর লন্ডনস্থ কার্যালয়ের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজনগরের সাইদুর রহমান রেনু প্রেসিডেন্ট ও আতাউর রহমান কুটি ফাইনেন্স ডাইরেক্টর নির্বাচিত হন।
সাইদুর রহমান রেনুর পারিবারিক সূত্রে জানাযায়, বৃটেনে কর্মরত বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ (বিবিসিসিআই)’ এর দ্বি’বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৩ জুন বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টায় অনুষ্ঠিত এ নির্বাচনে রাজনগরের মনসুরনগর ইউনিয়নের লামুয়া গ্রামের সাইদুর রহমান রেনু ২১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন ড. মোঃ সানাওয়ার চৌধূরী। এদিকে একই নির্বাচনে ১৬ ভোট পেয়ে বিবিসিসিআই এর ফাইনেন্স ডাইরেক্টর নির্বাচিত হন একই উপজেলার বালিসহস্র গ্রামের আতাউর রহমান কুটি। এ পদে তার প্রতিদ্বন্ধী হেলাল উদ্দিন খান সম সংখ্যক ভোট পেলে তিনি আতাউর রহমান কুটিকে সমর্থন জানান।
বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) এর ৩১ সদস্যের কার্যকরী এ কমিটিতে অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন একে আজাদ (ভাইস প্রেসিডেন্ট), জাহাঙ্গীর হক (ভাইস প্রেসিডেন্ট), মনির আহমদ (প্রেসিডেন্ট, লন্ডন রিজিয়ন), সলিসিটর দেওয়ান মাহদী (ডেপুটি ডাইরেক্টর জেনারেল) গোলাম কিবরিয়া ওয়েস (ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স), মোস্তফা আহমদ লাকি (প্রেস এন্ড পাবলিসিটি)। অন্য দুই পদ মেম্বারশীপ ডাইরেক্টর ও ডাইরেক্টর অব কমিউনিটি অ্যাফেয়ার্স পদে কোন প্রার্থী ছিলেন না বলে জানাযায়।এবারের ‘বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই)’ এর দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫ জন ডাইরেক্টরের মধ্যে ৩২ জন ভোট প্রদান করেন। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমিগ্রেশন জাজ মোঃ বেলায়েত হোসেন ও ব্যারিস্টার খালেদ নূর। নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিবিসিসিআই এর বিদায়ী প্রেসিডেন্ট বশির আহমদ ও এডভাইজারি বোর্ডের প্রধান শাহগীর বখত ফারুক, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com