বৃটেনের কাডিফ শহরে লিভারপুল ফুটবল ক্লাব সাপোর্টারদের বিজয় উৎসব ও ডিনারপার্টি অনুষ্ঠিত

July 10, 2019,

লিমন ইসলামসিক্স চ্যাম্পিয়নস লীগে লিভারপুল ফুটবল ক্লাবের বিজয় লাভ করায় লিভারপুল ফুটবল ক্লাব বাংলাদেশী সাপোর্টারদের উদ্দ্যোগে গত ৭ জুলাই  বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ শহরের স্টার অব ওয়েলস রেষ্টুরেন্টে এক ডিনারপার্টি ও বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।ওয়েলসের কাডিফ ছাড়াও সোয়ানসী বৃস্টল ও নিউপোট সহ বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক লিভারপুল  সাপোর্টারস ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এই বিজয় উৎসবে রকমারি মজাদার খাবার এর পাশাপাশি আম কাঠাল দই পরিবেশন করা সহ  লিভারপুলের লগো সম্ভলিত বিশাল আকারের কেগ ও কাটার মাধ্যমে অনুষ্ঠানের আলাদা আমেজ ফুটে উটেছে। বৃটেনের ওয়েলসের অনলাইন ফেইসবুক পেইজ ওয়েলস বাংলা নিউজ এই অনুষ্ঠানের লাইভ বডকাষ্ট করেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্টার অব ওয়েলস রেষ্টুরেন্টেের অন্যতম পরিচালক ও লিভারপুল ফুটবল ক্লাব  সাপোর্টার দিলাওর মিয়া ও শাহীন আহমদ সহ অন্যান্য আয়োজক সংগঠকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই মহতি উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং কমিউনিটির আন্তরিকতা ভাতৃত্তবোধ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ঐক্য ধরে রাখতে এরকম ভিন্ন ধরনের  সুন্দর আয়োজন কমিউনিটির জন্য খউবই প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। বিজয় উৎসব ও ডিনারপার্টিতে ওয়েলস  বাংলাদেশ চেম্বার কমার্স এর প্রসিডেন্ট এম দিলাবর হোসাইন.কমিউনিটি সংগঠক আলী আকবর. সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর. তরুণ ব্যাবসায়ী আফজাল খান মিতু. ইউসুফ খান জিমি. লিলু মিয়া. মোহাম্মদ ফখরু মিয়া. দিলাওর মিয়া.শাহীন আহমদ.ফখরুল আলী. জিয়াউল হক. দিলাওয়ার চৌধুরী. শফিক মিয়া. মনহোর আলী. আনহার মিয়া আজাদ রহমান. খসরু মিয়া. আদনান আহমদ. বকসী সাহেদ. জাকির হোসেন.  সেলিম আহমদ ও আব্দুল কাইয়ুম সহ অন্যান্য লিভারপুল ফুটবল ক্লাব  সাপোর্টারবৃন্দ উপস্থিত ছিলেন।। পরিশেষে  চা – চক্রের পর স্টার অব ওয়েলস রেষ্টুরেন্টেের অন্যতম পরিচালক ও লিভারপুল ফুটবল ক্লাব সাপোর্টার দিলাওর মিয়া  সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com