বৃটেনের কার্ডিফে যথাযোগ্য মর্যাদায় মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

March 3, 2018,

বদরুল মনসুর॥ মাল্টিকালচারেল, মাল্টিন্যাশনালের এবং গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের পিয়ারহেড বিল্ডিং এর কমিউনিটি সেন্টারে  ব্রিটেনের কার্ডিফে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রজেক্ট ফাউন্ডার ট্রাষ্টের উদ্যোগ ২৮ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধা আর ভালবাসার সাথে  মহান একুশ ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। নব প্রজম্নের সন্তান ফরহানা আলী ও নাদিয়া ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা সহ বাংলাদেশ ও ওয়েলসের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।  অনুষ্ঠানে আন্ত্রিত অতিথিদের মধ্যে  বক্তব্য রাখেন ওয়েলস এসেম্বলি মেম্বার জুলি মরগান, এসেম্বলি মেম্বার জেইন হাট, কার্ডিফের লড মেয়র ডারভি সীয়ার. কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার ক্রিস উইভার. মনুমেন্ট  প্রজেক্ট এর  ফাউন্ডার ট্রাষ্টি আনেয়ার আলী. সাবেক কাউন্সিলার  সাবেক কাউন্সিলার প্রজেক্টের ফাউন্ডার ট্রাষ্টি  মোহাম্মদ সেরুল ইসলাম. প্রজেক্টের ফাউন্ডার ট্রাষ্টি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ, প্রজেক্টের ফাউন্ডার ট্রাষ্টি শেখ তাহির উল্লাহ, প্রজেক্টের ফাউন্ডার ট্রাষ্টি  এ এস এম মিয়া. ও প্রজেক্টের লাইফ মেম্বার আবুল কালাম মুমিন. সহ ওয়েলসের  এসেম্বলি মেম্বার,  কাউন্সিলার এবং  বিভিন্ন  রাজনৈতিক,  সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা  অন্দোলনের প্রেক্ষাপট স্মরন করে বলেন, বাংলা আমার মা, বাংলা আমার ভাষা, একুশ আমাদের অহংকার,  একুশ আমাদের  আত্মপরিচয়, আমরা  গর্বিত জাতি হিসাবে  ইউনিস্কো কর্তৃক  ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভের পর আজ  সমগ্র দুনিয়া এই দিন পালন করে আসছে বলে উল্লেখ করে  সকল ভাষা শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের চেতনায় উদ্ভোদ্ধ হয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।  বক্তারা কার্ডিফে ইন্টারন্যাশাল ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রকল্প বাস্তবায়ন আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, বুদ্ধিজীবি, এসেম্বলী মেম্বার, কাউন্সিলার, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com