বৃটেনের কার্ডিফ কাউন্সিল নির্বাচনে তিনজন এবং নিউপোর্টে ও পটলবাটে দুজন বাঙালী কাউন্সিলার নির্বাচিত হয়েছেন

May 8, 2017,

বদরুল মনসুর্: বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের  মে অনুষ্ঠিত  নির্বাচনে মোট ৭৫ টি আসনের মধ্যে লেবার  ৪০ জন  কনজারভেটিভ  ২০ জন, লিবডেম   ১১জন, প্লেইড থেকে ৩ জন ও ইন্ডিপেনডেন্ট ১জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
নিবাচনে ৮ জন বাংলাদেশী প্রার্থী বিভিন্ন দল থেকে পৃথক পৃথক  আসনে প্রতিদ্বন্ধিতা করায় এবারের নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির মধ্যে ছিলো বিপুল উৎসাহ – উদ্দীপনা। অনেকেই করেছেন দিন রাত প্রচার প্রচারণা। যার ফলশ্রুতিতে এবছর  তিন জন বাঙালী কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। লেবার থেকে কমিউনিটি লিডার কাউন্সিলার আলহাজ্ব আলী আহমদ  ও কমিউনিটি লিডার কাউন্সিলার দিলাওর আলী পূণরায় জয়ের মালা পরেছেন। লিবডেম থেকে প্রথম বারের মত একজন বাঙালী মহিলা হিসাবে জয়ী হয়ে মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের জন্মগ্রহণকারী  ড: বাবলিন মল্লিক বাংলাদেশ ও মুসলিম কমিউনিটির  মূখ উজ্জ্বল করে নব ইতিহাস সৃষ্টি করেছেন।
এদিকে ওয়েলসের  নিউপোট থেকে  লেবার প্রার্থী মাজেদ রহমান. ও পটলবাট  বারা থেকে লেবার প্রার্থী সাইফুর রহমান পূনরায় কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।
ওয়েলসের নিবাচিত সকল কাউন্সিলারবৃন্দকে ওয়েলস বাংলা নিউজ, দৈনিক মৌলভীবাজার ও  মনসুর মিডিয়ার সম্পাদনা পরিষদ এবং ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে  ভোট গণনাশেষে কমিউনিটি সংগঠক ও সাংবাদিক মকিস মনসুর আহমদ সহ  কমিউনিটি নেতারা আন্তরিক অভিন্দন জানিয়ে কমিউনিটির উন্নয়নে ও   নানাবিধ  সমস্যা সমাধানে  বিজয়ী কাউন্সিলারবৃন্দ আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন। বিজয়ী কাউন্সিলার বৃন্দ  তাদের  সমর্থকদের  প্রতি কৃতজ্ঞতা  জানিয়ে আগামীদিনের কমকান্ডে সবার সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com