বৃটেনের কার্ডিফ নুরে মদিনা ইসলামিক হোম এর বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাজমুল সুমন\ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের নুরে মদিনা বেইসিক ইসলামী লার্নিং হোম, এর বার্ষিক পরীক্ষার ফলাফল,এবং পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ৫ জানুয়ারি রবিবার কার্ডিফ শহরের গ্রেঞ্জটাউনে অনুষ্ঠিত হয়।বিশিষ্ট সমাজসেবক ক্বারী নুরুল ইসলাম এর সভাপতিত্বে ,ও নুরে মদিনার পরিচালক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের বিশিষ্ট কমিউনিটি লিডার ও ওয়েলসের প্রথম বাংগালী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সালেহ চৌধুরী, সৈয়দ আলতাফ হোসাইন, ফার্মাসিস্ট ক্বারী সামি চৌধুরী। এছাড়াও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালিক, নজরুল ইসলাম, শফিকুর রহমান,জুনেদ আহমদ চৌধুরী, ক্বারী জামি চৌধুরী, ক্বারী হাদি চৌধুরী সহ প্রমুখ।মাহফিলে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করানো হয়।
বিভিন্ন গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। মাহফিলে প্রধান ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে নুরে মদিনা বেইসিক ইসলামী লার্নিং হোম,এর পরিচালক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, জরুরী ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ তথা অত্যাবশ্যক।তাই মুসলমান হিসেবে বেঁচে থাকতে হলে প্রথমে নিজে ও নিজের বাচ্চাদের কুরআনের শিক্ষা দিতে হবে। মোনাজাত শেষে শিরণীর মাধ্যমে সভার সমাপ্তি হয়।
মন্তব্য করুন