বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
বদরুল মনসুর॥ বৃটেনের কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ২৮ ডিসেম্বের বধুবার মহান বিজয় দিবস’ উপলক্ষে দুপুর ২ ঘটিকায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ওয়েলফেয়ারের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহিদুল্লাহ এর সভাপতিত্বে ও ওয়েলস বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সেক্রেটারি ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মকিস মনসুর আহমদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার.ডিরেক্টর মুজিবুর রহমান, ডিরেক্টর মাহতাব খান, ডিরেক্টর আসকর আলী, ডিরেক্টর শফিক মিয়া, ডিরেক্টর আবুল কালাম শামীম, ডিরেক্টর নজির উদ্দিন, ডিরেক্টর আবদুস সামাদ, ডিরেক্টর মাহমুদ চৌধুরী, ডিরেক্টর রকিবুর রহমান, ডিরেক্টর মাহমুদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আহ্বানে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালীরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি ত্রিশ লক্ষ শহীদানদের প্রাণ বিসর্জন আর দুলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোক গাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। তবুও আমাদের লাল সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ মাসেই পূর্ণরূপে অংকুরিত হয়েছিল। বিজয় আমাদের অহংকার…।
মহান বিজয় দিবসের এই লগ্নে বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরার আহবান জানান।
পরিশেষে ওয়েলফেয়ারের চেয়ারপার্সন আব্দুল হান্নান শহিদুল্লাহ উপস্থিত সবাইকে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
মন্তব্য করুন