বৃটেনের কার্ডিফ বাংলা স্কুল প্রতি শনিবার ও রোববার খোলা : কমিউনিটির সহযোগীতা কামনা

July 4, 2017,

বদরুল মনসুর॥ মাল্টিমিডিয়া, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের   ঐতিহ্যবাহী কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলটি রামাদান ও ঈদ উপলক্ষে বন্ধ থাকার পর ৮ জুলাই থেকে  আবার নব উদ্দোমে খোলার উদ্দোগ নেওয়া হয়েছে।
এখানকার নবপ্রজন্মের সামনে আমাদের ভাষা. কৃষ্টি. সংস্কৃতি. ঐতিহ্য.সাফল্য  সম্ভাবনা ও  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মানসে এখন থেকে বাংলা স্কুলটি প্রতি শনিবার ও রোববার দুপুর ১২ টা থেকে ২ঘটিকা পযন্ত খোলা থাকবে বলে কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেনারেল সেক্রেটারি  সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর ও  ট্রেজারার এস. এ. খাঁন লেনিন  সহ সকল সদস্যরা  স্কুল পরিচালনার জন্য সম্মানিত  সকল প্যারেন্টসবৃন্দ ও কমিউনিটির সবার সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com