বৃটেনের কার্ডিফ শহরে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির  যথাযোগ্য মর্যাদায় ৪৮তম বিজয় দিবস পালিত 

December 18, 2019,

লিমন ইসলাম: বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আহবানে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালীরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি ত্রিশ লক্ষ শহীদানদের  প্রাণ বিসর্জন আর দুলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোক গাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। তবুও  আমাদের লাল সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ মাসেই পূর্ণরূপে অংকুরিত হয়েছিল। এ বিজয় আমাদের অহংকার. বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়.। কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি ওয়েলসের প্রথম বাঙালী সাংবাদিক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর  পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ. ওয়েলস বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশনের  প্রেসিডেন্ট আব্দুল লতিফ কয়সর. কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির ট্রেজারার আনহার মিয়া. সোয়ানসী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান মনা.ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ. নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির. নিউপোট যুবলীগের  সাবেক সভাপতি মুহিবুর রহমান. সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমদ. ওয়েলস যুবলীগের সিনিয়র সভাপতি আবুল কালাম মুমিন. ওয়েলস জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল আলম চুনু.  ওয়েলস কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব  ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল মনসুর. সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম লিমন.  ইকবাল আহমদ. সেবুল আলী. শামসুল হক. ও কামরুল ইসলাম. সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  শ্রদ্ধাচিত্তে স্বরন করি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ত  দেওয়া জাতীয় চার নেতা বঙ্গতাজ তাজ উদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম এইচ.এম.কামরুজ্জামান,ক্যাপ্টেন মনসুর আলী. মহান মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর আতাউল গনি ওসমানী সহ সকল সেক্টর কামান্ডার, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধের সংগঠক তথা গ্রাম বাংলার কৃষক, শ্রমিক সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়েছে। সভায় বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব আরোপ করে বলেন এ বিজয় আমাদের অহংকার;অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ৷ শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা, এনে দিয়েছে লাল সবুজের বিজয় পতাকা ৷৪৮ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্যদিয়ে এ বিজয় অর্জিত হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালির এ বিজয় আসে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com