বৃটেনের কার্ডিফ শহীদ মিনারের কাজ শুরু হচ্ছে ৫ নভেম্বর.সবার সহযোগিতা কামনা

October 30, 2018,

বদরুল মনসুর:বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বে এলাকার ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পাকে এখানকার বেড়ে উটা নব প্রজন্মের সন্তানদের সামনে আমাদের ভাষা. কৃষ্টি. সংস্কৃতি. ঐতিহ্য.সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে বৃটেনের কাডিফে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার প্রতিষ্ঠার যে উদ্দোগ নেওয়া হয়েছিলো তাহা আজ বাস্তবায়নের দারপ্রান্তে.। আগামী ৫ নভেম্বর সোমবার থেকে কন্টেন্টর মনুমেন্ট তথা শহীদ মিনারের কাজ শুরু করবে বলে প্রজেক্ট কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়োছে।। কার্ডিফের গ্রেঞ্জটাউন দি হ্যাভ কমিউনিটি সেন্টারে গত শনিবার বৃটেনের বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল হকের সাথে কমিউনিটি নেতৃবৃন্দ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার প্রতিষ্টায় বিভিন্ন দিক নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হোন.। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আলহাজ্ব আনোয়ার আলী .মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর.মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আলহাজ আসাদ মিয়া. আলমগীর আলম. ও খিজির আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল হক বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বে এলাকার ঐতিহ্যবাহী গ্রেইঞ্জমোর পাকে এখানকার বেড়ে উটা নব প্রজন্মের সন্তানদের সামনে আমাদের ভাষা. কৃষ্টি. সংস্কৃতি. ঐতিহ্য.সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে বৃটেনের কাডিফে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রতিষ্ঠার যে উদ্দোগ নেওয়া হয়েছে এজন্য কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এই প্রজেক্ট বাস্তবায়নে হাইকমিশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিস্রতি ব্যাক্ত করেছেন।। এখানে উল্লেখ্য যে দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে কার্ডিফ কাউন্টি কাউন্সিল ও পাক ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আজ তাহা বাস্তবায়নের দারপ্রান্তে. কাজ সম্পন্ন করতে দু’মাস সময় লাগবে বলে জানা গেছে। এই মহতি প্রজেক্ট নির্মাণে এখন ও যারা অংশ নিতে চান. নিধারিত ফি দিয়ে ফাউন্ডার মেম্বার.৫০০০ পাউন্ড.লাইফ মেম্বার.১০০০ পাউন্ড. জেনারেল মেম্বার ৫০০ পাউন্ড.ও ১০০ পাউন্ড দিয়ে ফ্রেন্ডস অফ মনুমেন্টে নাম লেখানো সহ ঐতিহাসিক এই প্রজেক্ট নির্মাণে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে স্পন্সর করার জন্য এই প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে.।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com