বৃটেনের প্রবীণ কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আমীর আহমদ সিংকাপনীর মৃত্যুতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের শোক প্রকাশ
খায়রুল লিংকন॥ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আলহাজ্ব নুরুল ইসলাম মাহবুব. ও সংঠনের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারী সাংবাদিক মোহাম্মদ মকিস্ মনসুর ও ট্রেজারার ফিরুজ খাঁন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বিশিষ্ট লেখক, বিলেতের প্রবীণ কমিউনিটি নেতা, ইমিগ্রেশন কনসালটেন্ট ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমীর আহমদ সিংকাপনীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও মরহুমের আত্তার মাগফেরাত কামনা করেছেন।
শোকবানীতে নেতৃবৃন্দ বলেন সমাজ সচেতন মরহুম আমীর আহমদ সিংকাপণী ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপণী (রা:) এর তৃতীয় পুত্র। তিনি ১৯৬৪-৬৫ সালে অক্সব্রিজ পাকিস্তান ওয়েলফায়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ১৯৬৬-৬৮ সালে পোর্টমাউথ পাকিস্তান ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও হ্যামশায়ার মুসলিম সোসাইটির সেক্রেটারি ছিলেন।তিনি ১৯৮০ সালে সোয়ান্সি মসজিদ ও ইসলামিক সেন্টারের কনসালটেন্ট, ১৯৮২-৯২ সালে পশ্চিম লন্ডনের বেংগলী কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ১৯৮৪ সালে গ্রেটার লন্ডন কাউন্সিলের মেম্বার, ১৯৭১সালে বাংলদেশ একশন সাব কমিটির চেয়ারম্যান, ১৯৭৭-৭৮ সালে পোর্টসমাউথ মসজিদের প্রেসিডেন্ট ছিলেন উনার মৃত্যুতে আমরা একজন প্রকৃত সমাজসেবক ও সত্যবাদী একজন ভালো মানুষকে হারালাম।
মন্তব্য করুন