বৃষ্টলে আন্তজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
খায়রুল আলম লিংকন॥ ব্যাডমিন্টন কমিউনিটিকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের মধ্য থেকে খেলোয়ার সৃষ্টির লক্ষ্যে সমগ্র বৃটেনের বিভিন্ন শহরের খেলোয়ারদের নিয়ে ধারাবাহিক টুর্নামেন্টে আয়োজনের অংশ হিসাবে ইউনাইটেড ব্যাডমিন্টন এসোশিয়েসন (ইউ বি এ) ও টিম বৃষ্টল ব্যাডমিন্টন ক্লাব এর যৌথ উদৈাগে বৃষ্টলের স্থানীয় ইউ ডাব্লিউ ই স্পোর্টস গ্রাউন্ডে এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টিম বৃষ্টল ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি জাবেদ রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী খালেদ মিয়া রুমান, ট্রেজারার মাসুমুল হক কামালী এর পরিচালনায় মিজানুর রহমান তানভির, আমিনুল ইসলাম মামুন, আব্দুল নুর জয়নাল এর সহযোগীতায় অনুষ্ঠিত খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইনডন কাউন্সিলের সাবেক মেয়র জুনাব আলী, বিসিএ সাউথ ওয়েষ্ট রিজিয়নের সভাপতি এনামুল হক চৌধুরী,সেক্রেটারী আলাউদ্দীন আহমদ,বাংলাদেশ হাউস সভাপতি ফকরুল আলী,ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান দিলাবর এ হোসেন,সেক্রেটারি মাহবুব নুর মাবস ও কমিউনিটি নেতা জিয়াউল হক।
অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ওমর ফারুক, নোমান রুহিদ,আব্দুল হামিদ, কাইয়ুম খান,সিরাজ আলী,হারুন মিয়া,ইব্রাহীম রুমেল প্রমুখ।
অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরী এ-বি, সি ও ডি গ্রুপে সমগ্র বৃটেন এর ম্যনচেষ্টার,ওল্ডহাম, বার্মিংহাম,ওষ্টার, টোকেনহাম, পোর্টসমাঊথ, সাউদাম্পটন,শেফিল্ড,লিডস,লুটন,কেন্ট,সোয়ানসি, কিডারমিনসটার,ওরচেষ্টার,লন্ডন টাওয়ারহেমলটস, কার্ডিফ, নিউপোর্ট সহ বৃষ্টল ও সাউথ ওয়েষ্ট থেকে ৯০টির অধিক দল অংশগ্রহন করে. বিজয়ি ক্যাটাগরি ডি গ্রুপ চ্যাম্পিয়ান দল জাকির হোসেন,জুনেদ আহমদ জুটি (বৃষ্টল), রানার্স আপ আবুল হাসনাত, সাজ্জাদ হোসাইন (পোর্টসমাঊথ ও লন্ডন), তৃতীয় স্থান সোহান চৌধুরী, আলতাফ হোসেন (সাউদাম্পটন ও লন্ডন) ও চতুর্থ স্থান অর্জনকারী আবিদুর রহমান, তুহিন মিয়া (ওরচেষ্টার)।
বিজয়ি ক্যাটাগরি সি গ্রুপ চ্যাম্পিয়ান দল নাসির আলী, জস ক্রুজ জুটি (পোর্টসমাঊথ),রানার্স আপ নুরুল আহমেদ,আব্দুল সায়েম (বার্মিংহাম),তৃতীয় স্থান আবুল কালাম আজাদ (সাউদাম্পটন ও লন্ডন) ও চতুর্থ স্থান অর্জনকারী আবিদুর রহমান,তুহিন মিয়া (ওরচেষ্টার) ।
বিজয়ি ক্যাটাগরি সি গ্রুপ চ্যাম্পিয়ান দল নাসির আলী, জস ক্রুজ জুটি (পোর্টসমাঊথ),রানার্স আপ নুরুল আহমেদ,আব্দুল সায়েম(বার্মিংহাম), তৃতীয় স্থান আবুল কালাম আজাদ, মাহদী হাসান(কিডারমিনসটার) ও চতুর্থ স্থান অর্জনকারী সিয়াম আহমদ, রিবু আহমেদ (লন্ডন) ।
বিজয়ি ক্যাটাগরি এ গ্রুপ চ্যাম্পিয়ান দল জয়নাল উদ্দীন, শাকিলুর রহমান জুটি (রেডিং), রানার্স আপ ইতমাম আল জামাল, দোয়েল আহমদ (বার্মিংহাম ও লন্ডন), তৃতীয় স্থান জুয়েল মিয়া,মোহাম্মদ বাবর (লন্ডন) ও চতুর্থ স্থান অর্জনকারী ডেনিস পেরি, কেমপবেল উইলসন (বৃষ্টল) জুটিকে ট্রফি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠিত টুর্নামেন্টে স্পন্সর প্রদান করে টুর্নামেন্টকে সহযোগীতা করার জন্য রাজা ফুড,মসলা বাজার,বেঙ্গল লাউঞ্জ,বেঙ্গল রাজ,আটলান্টিক লন্ড্রি সার্ভ, স্মার্ট একাউন্টেন্সি, রুহিত একাউন্টেন্সি ও স্পাইস অফ বেঙ্গল এর মালিকদেরকে টিম বৃষ্টল ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি জাবেদ রহমান,সেক্রেটারী খালেদ মিয়া রুমান ও ট্রেজারার মাসুমুল হক কামালী ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিজয়িদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ান দল কে ট্রফি সহ নগদ ৩শত পাউন্ড ও রানার্স আপ দলকে ১৫০ পাউন্ড পুরস্কার প্রদান করা হয়।
বক্তাগন তাদের বক্তব্যে বলেন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে ওঠে।প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ।
অতিথিবৃন্দ ইউনাইটেড ব্যাডমিন্টন এসোশিয়েসন ও টিম বৃষ্টল ব্যাডমিন্টন ক্লাবের নেতৃবৃন্দকে এ রকম প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানান।
মন্তব্য করুন