বৃষ্টল আওয়ামীলীগ ও যুবলীগ এর উদ্দোগে বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস পালিত
খায়রুল আলম লিংকন॥ যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার উদ্যোগে বিজয়ের মাস ডিসেম্বরে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামীলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকুর সভাপতিত্বে, আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ উদ্দীন ইসলাম এর পরিচালনায় ও আওয়ামীলীগ ট্রেজারার ছমর আলীর ব্যবস্থাপনায় ১৬ ডিসেম্বর সোমবার বৃষ্টলের
স্থানীয় বে লিফ রেষ্টুরেন্টে বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভাঅনুষ্টিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৃষ্টল যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও জাতীয় সংগীতপরিবেশন করেন হাবিবুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ।
বিজয় দিবসের পঠভুমি তুলে ধরে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সহ-সভাপতি ছিদ্দেক আলী, যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি খায়রুল আলম লিংকন, সিনিয়র সহ-সভাপতি মো: ওমর ফারুক,বৃষ্টল বাংলা প্রেসক্নাব সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জুনেল সহ আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন গৌরবের ও ঐতিহাসিক ১৯৭১ সনের এ দিনটি থেকে বাঙালি বীরের জাতি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে।বিজয়ের গৌরবদীপ্ত এই দিনটি সীমাহীন আনন্দের, উল¬াসের এবং পরম অর্জনের দিন। বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল।স্বাধীনতার ৪৮ বছর পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলেপরিণত হয়েছে।
দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনও তৎপর রয়েছে তবে আশার কথা, যুদ্ধাপরাধের বিচার চলছে এবং অনেকগুলোরাত কার্যকরও হয়েছে।সমগ্র বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তা এ ধরনের অপশক্তির তৎপরতা রোধে সহায়ক হবে, এতে আইনের শাসন জোরদার করারপথও সুগম হবে।
যুবলীগ সভাপতি তার বক্ত্যব্যে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো দেশ বিদেশে হাইব্রিডমুক্ত প্রকৃত দেশপ্রেমিকদের সমন্বয়ে আওয়ামীলীগ ও এর অঙ্গসংঠন এর কমিটি গঠন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়নে সহযোগীতা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুসেদ আলী,নজরুল ইসলাম, রফিক আলী, হাবিবুররহমান,যুবলীগ সহ-সভাপতি ও বাংলাদেশ হাউজ সভাপতি ফখরুল আলী, যুবলীগ দপ্তর সম্পাদক মোবারক আলী,যুবলীগট্রেজারার আবুল মিয়া, যুবলীগ আইনবিষয়ক সম্পাদক খন্দকার মানিকুজ্জামান, যুবনেতা হারুনুর রশীদ, রিপন মুন্সী প্রমুখ।
মন্তব্য করুন