বৃষ্টল থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪০ সদস্য বিশিষ্ট কাফেলার সৌদি আরবের উদ্দেশ্য যাত্রা

December 28, 2019,

খায়রুল আলম লিংকন॥ বৃষ্টল বাংলাদেশী ও শাহজালাল মসজিদের মুসল্লিদের উদৌগে বৃষ্টল থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বুধবার ৪০সদস্য বিশিষ্ট একটি কাফেলা বৃষ্টল শাহজালাল মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা আজিজুর রহমান খানের নেতৃত্বেসৌদি আরবের উদ্দেশ্য বৃষ্টল ত্যাগ করেছে। শাহজালাল মসজিদ থেকে ফজরের নামাজ শেষে কাফেলা লন্ডন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে সফরকারী দল রওনা প্রদান করে। যাত্রাকালে সঠিক ভাবে পবিত্র ওমরাহ পালন করা ও সফল সফরের জন্য মুসলিমদের নিকট দোয়ার আহ্বান জানিয়ে সফরকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মসজিদ কমিটির অন্যতম ট্রাষ্টি ও সফরকারী দলের সদস্য এম এ ওয়াহাব এম বি ই।
পবিত্র ওমরাহ এর গুরুত্ব ও করনীয় সমন্ধে বৃষ্টল শাহজালাল মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা আজিজুর রহমান খান তার বক্তব্যে বলেন ওমরাহ হচ্ছে আরবি শব্দ এর আভিধানিক অর্থ হলো
জিয়ারত বা সফর ও ইচ্ছা। শরীয়তের পরিভাষায় ওমরাহ বলা হয় -শরীয়ত নির্দেশিত বিশেষ পদ্ধতিতে বাইতুল্লাহর জিয়ারত করা। বিশেষ পদ্ধতিটি হল, ইহরাম, তালবিয়া, ক্বা’বা শরীরে চর্তুদিকেতাওয়াফ করা, সাফা ও মারওয়া’র মধ্যস্থলে সাঈ করা এবং
মাথা মুণ্ডনো। তিনি বলেন, আবদুল্লাহ ইবন মাসঊদ রাযি. বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা:)বলেন, তোমরা হজ ও ওমরা একটার পর অপরটা কর; কারণ এদুটো আমল দারিদ্র ও গুনাহ বিদূরিত করে দেয়। যেমন ভাটার আগুনে লোহা ও সোনা-রূপার ময়লা-জং দূরিভূত হয়ে থাকে।একটি কবুল হজ্জের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। ( ইবনু মাজাহ ২৮৮৭, তিরমিযী ৮১০)হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত।হযরত রসুলুল্লাহ (সা.) আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরাহ হতে অন্য উমরাহপর্যন্ত মধ্যবর্তী সবকিছুর গুনাহের কাফফারা। আর মাবরুর হজের প্রতিদান হলো জান্নাত (বোখারি ও মুসলিম)। অন্য হাদিসশরিফে প্রিয়নবী (সা.) বলেছেন, তোমরা বার বার হজ্ব ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সেভাবে মুছেফেলে, যেভাবে কর্মকারের হাওয়া দেওয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদিস সহিহ)।তিনি ওমরাহ এর করনীয় ব্যাখ্যা করে বলেন যারা হজ্ব ও ওমরাহ সফরের সৌভাগ্য লাভ করেন তারা যেন আল্লাহর মেহমান। তাইপ্রত্যেকেই উচিত সর্বদা আল্লাহর আনুগত্য ও তার ইশক মুহববতের অনুভূতি নিয়ে সেখানে অবস্থান করা। বায়তুল্লাহ শরীফ ওআল্লাহর অন্যান্য নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা,দ্বন্দ-কলহ, ঝগড়া-বিবাদ এবংঅন্যায়-অশ্লীলতা, অহমিকা প্রদর্শন থেকে সর্বাত্মকভাবে বিরত থাকা । ফজর নামাজের পর সফরকারী নারী,পুরুষ ও উপস্থিত মুসল্লিদের নিয়ে সফরের সফলতা ও বিশ্ব মুসলিম উম্মাহ এর ঐক্য ওশান্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আল আমীনের করুনা প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজালালমসজিদের খতিব ও সফরকারী দলনেতা হাফিজ মৌলানা আজিজুর রহমান খান । অন্যান্যদের মধ্যে সফরকারী দের মধ্য থেকে শহীহ শুদ্ধভাবে পবিত্র ওমরাহ পালন করা, নবীজির রওজা জিয়ারত সহ ওমরাহ এর সকল রুকন সঠিকভাবে পালন, সুষ্টভাবেসম্পন্ন ও সফল সফরের জন্য মুসলিমদের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন আব্দুল ওয়াহাব এম বি ই, শহীর উদ্দীন চৌধুরী, বাংলাদেশ হাউজ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট এর সাধারন সম্পাদক মোর্শেদ আহমদ মতচ্ছির, শিক্ষা বিষয়ক সম্পাদকআইনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম খান, মো: ওমর ফারুক, আনোয়ার হোসেইন, হোসেইন আহমদ, শিপু আহমদ, আদিল চৌধুরী, আব্দুর রব ও ইসা খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে কমিউনিটির পক্ষ থেকে সফরকারীদের বিদায় প্রদান করেন বাংলাদেশ হাউজ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট এর সভাপতি ফকরুলআলী, মখলিছ মিয়া, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি খায়রুল আলম লিংকন, আব্দুস সালাম চৌধুরী, মোহাম্মদ রউফ, রেজাউল বারী লিটন, মসকুদ আলী, মঈন মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com