বৃষ্টিকে উপেক্ষকাকরে বাধভাংগা উচ্ছাস নিয়ে প্যারিসে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর আয়োজনে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা বৈশাখ উযাপন করেছেন
মোহাম্মদ আব্দুল মুহিব, ফ্রান্স থেকে॥ বৈশাখ উযাপন উপল্লখ্যে রোববার প্যারিসের জুরিস পার্কে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার।মঙ্গল শোভাযাত্রা ,শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ,প্রবাসে বৈশাখ উদযাপনের গুরুত্ব বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগে উপস্থিত হন হাজারো প্রবাসী বাংলাদেশী।বৈশাখের এ অনুষ্ঠানে বাংগালী খাবার ,পিঠা পায়েস আর বাংগালী শাড়ী লুংগীসহ বাহারী পোষাকের বিভিন্নধরনের ষ্টল সাজিয়ে বসেন দোকানিরা। আর ষ্টলগুলোতে ক্রেতাদের ছিল উপচেপড়া ভীড়। তবে বৃষ্টি এসে কিছুটা বাধ সাধে।পরিবার পরিজন নিয়ে অনেকেই উপস্থিত হন বৈশাখের এ অনুষ্ঠানে।
স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড বাংলাদেশ ওর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ,প্যারিস দশ এলাকার ডেপুটি মেয়র সিলভা রাইফো ,বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরি হযরত আলী খান,ফ্রান্স আওয়ামি লীগ সভাপতি বেনজীর আহমেদ সেলিম,যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কযেছ, আয়েবা সহ সভাপতি ফখরুল আকম সেলিমসহ অন্যান্যরা।
এ সময় স্থানীয় ডেপুটি মেয়র সবাইকে শুভেচ্ছা জানান এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করেন উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির যেকোন সহযোগিতায় স্থানীয় মেরি (মিউনিসিপালিটি) পাশে থাকারও আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন