বৃষ্টির কারণে শ্রীমঙ্গলে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

June 27, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বৃষ্টির কারণে শ্রীমঙ্গলের বিভিন্নস্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

২৫ জুন রোববার মধ্যরাত থেকে ঈদের দিন সোমবার সকাল সাড়ে ৬টা শ্রীমঙ্গলে বৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকার ঈদগাহ মাঠে স্থানে স্থানে পানি জমে এবং কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে ধর্মপ্রাণ মুসল্লিরা মাঠের পরিবর্তে পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করেন। এছাড়াও এলাকাভিত্তিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টা ১৫মিনিটে শ্রীমঙ্গল শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের ১ম জামাত অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ওই ঈদগাহের বিভিন্ন স্থানে স্থানে পানি জমে যায় এবং মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়ায় জামাত অনুষ্ঠিত হয়নি।  একই অবস্থা ছিল শহরের আশপাশ এলাকার বিভিন্নস্থানে।

পরে শাহী ঈদগাহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১ম জামাতটি শ্রীমঙ্গল থানা জমে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলস্থ পূর্ব শ্রীমঙ্গল এলাকর ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু রাতে এবং সকালে বৃষ্টি থাকায় মাঠে নামাজ আদায় করা সম্ভব হয়নি। পরে সময় পরিবর্তন করে স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com