(ভিডিও সহ) বেতন-ভাতা সহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ৩ দিনের কর্ম বিরতি

January 28, 2018,

স্টাফ রিপোর্টার॥ বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা ৩ দিনের আন্দোলনে নামছে।
শনিবার ২৭ জানুয়ারি রাতে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা ও মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন খান।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে পৌর কর্মকর্তা কর্মচারীরা ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পানি সরবরাহ ছাড়া পৌর নাগরিকদের সব ধরনের নাগরিক সেবা বন্ধ থাকব।
লিখিত বক্তব্যে অারো বলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীগন সরকারী/ধর্মীয় ছুটি ঈদ, পূজা ও রাষ্ট্রীয় দিবসকে সুষ্টু ভাবেক উদযাপনের প্রয়োজনে ছুটি ভোগ করে পারেন। অথচ পৌরসভায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী গন সরকারী ছুটি ভোগ না করে অক্লান্ত পরিশ্রম করে নাগরিক সেবা প্রদান করে থাকেন। পৌরসভার নিজস্ব তহবিল থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন, পিএফ গ্রাচুইয়িটি প্রদান করতে হয়। কিন্তু তহবিল স্বল্পতার কারণে দিনরাত পরিশ্রম করেও মাস শেষে মিলছেনা তাদের বেতনের নিশ্চয়তা। এ ছাড়া সারাজীবনের পরিশ্রমের পর মিলছেনা পেনশন, পিএফ, গ্রাচুইয়িটি ইত্যাদি। দেশের অধিকাংশ পৌরসভায় ২ থেকে ৫৮ মাস পর্যন্ত বকেয়া রয়েছে বেতন। যে কারণে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের।
এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক রনধীর রায় কানু, জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, ইউনিট সভাপতি উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মুমিন সহ পৌর কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com