বেলজিয়াম আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন
আবু তাহির॥ বেলজিয়াম আওয়ামীলীগের উদ্যোগে ব্রাসেলসে আওয়ামীলীগের কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি লতিফ শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খাঁন সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, যুগ্ম সম্পাদক এম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক রাফাত উল্ল্যাহ প্রদান, প্রচার সম্পাদক আকতারুজ্জামান, ইসরাফিল হক, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, প্রচার সম্পাদক আরিফ উদ্দিন প্রমূখ।
এসময় আলোচনায় সভায় বক্তারা বলেন লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস ২৬ র্মাচ। ২৬ মার্চ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বাঙালির স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলে প্রাপ্ত আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানী হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা। সেইরাতে হানাদাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, শিক্ষকদের বাসা, পিলখানার ইপিআর সদরদপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরস্ত্র দেশপ্রেমিক ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের।২৫ মার্চ দিবাগত রাত ১২টা ২০ মিনটে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এ সময় তারা জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও প্রবাসে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন