(ভিডিও সহ) বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি

May 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতীয়করণ থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয় সরকারী করনের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়েছেন বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখা।
সরকারীকরনের দাবীতে ২৫ মে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলার বিভিন্ন চা বাগানে অবস্থিত ২২টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহন করেন। জেলা বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনুপম কুমার সিংহের সভাপতিত্বে মানববন্ধনে অবহেলিত- বঞ্চিত শিক্ষকরা বক্তব্য রাখেন। পরে প্রধান মন্ত্রী বরাবরে জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের কাছে প্রাথমিক শিক্ষা উন্নয়নকল্পে কর্মরত শিক্ষকদের বেকারত্ব দূরকরনের স্বার্থে জাতীয়করন যোগ্য যাচাই বাছাই সমাপ্তকৃত বিদ্যালয় সহ বাদ পড়া বিদ্যালয়গুলো জাতীয়করনের দাবীতে স্বারকলিপি দেন বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com