বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর হামলার নেতৃত্ব দানকারী ঢাকার সিটি কাউন্সিলর মৌলভীবাজার থেকে গ্রেফতার

September 14, 2024,

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মুগদা এলাকায় ছাত্র জনতার উপর সরাসরি হামলার নেতৃত্ব দানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বাট্রিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মুগদা থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তি খবর পান যৌথ বাহিনীর একটি টিম শনিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজারের পর্যটন নগরী  শ্রীমঙ্গলের বিলাস বহুল প্যারাগন রিসোর্টে অভিযান চালায়। এসময় রিসোর্টের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, এই রিসোর্টে অবস্থান করে সিরাজুল ইসলাম মুলত সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ায় প্রস্তুতি নিচ্ছিলেন। উক্ত কাউন্সিলরের পরিবারের অন্য সদস্যরাও এসময় রিসোর্টটি অবস্থান করছিলেন। তিনি যে কক্ষ অবস্থান করছিলেন সেখানে অভিযান চালিয়ে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা জব্দ করা হয়। বর্তমানে উক্ত কাউন্সিলরকে শ্রীমঙ্গল থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com