বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মৌলভীবাজারে আওয়ামী লীগের ১৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার॥ ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ১৫৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ আগস্ট মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম।
বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, ওই মামলার এজহারে আসামী করা হয়েছে- সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি, সৈয়দ রেজাউর রহমান সুমন, ৭। জালাল আহমেদ (৬০) (কাউন্সিলর), পিতা: অজ্ঞাত, সাং- বড়হাট, ডাক: থানা ও জেলা: মৌলভীবাজার, সৈয়দ সেলিম হক (৫২) (কাউন্সিলর ও সাধারন সম্পাদক জেলা যুবলীগ), পিতা: অজ্ঞাত, সাং- ধরকাপন, ডাক, থানা ও জেলা: মৌলভীবাজার। এড. রাধাপদ দেব সজল (৫৫) (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলিগ), পিতা: গোপেশ চন্দ্র দেব, সাং- ফরেষ্ট অফিস রোড, সৈয়ারপুর, ডাক: থানা ও জেলা: মৌলভীবাজার। শেখ রুমেল আহমেদ (৪৩), পিতা- মৃত শেখ বাবুল ইসলাম, সাং- মোস্তফাপুর, ডাক: থানা ও জেলা: মৌলভীবাজার । মিলন বকত (৬০) (চেয়ারম্যান, মনসুরনগর ইউ.পি), পিতা- অজ্ঞাত, সাং- ফকিরতুলা, থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার, আবু সুফিয়ান (৫৫) (চেয়ারম্যান, একাটুনা ইউ.পি), পিতা- মন্তাজ মিয়া, সাং-মল্লিকসরাই, মসুদুর রহমান মসুদ (৪৫), পিতা: অজ্ঞাত, সাং- শ্যামলী রোড, আমিরুল ইসলাম চৌধুরী আমীন (৩২) (সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ), পিতা- বুকল মিয়া, সাং- কাশিনাথ রোড, গৌছ উদ্দিন নিক্সন (৪০), পিতা-ফখরুদ্দিন উরফে উপরু মিয়া মেম্বার, সাং- নাজিরাবাদ, শিমুল চৌধুরী (৩৫), পিতা- আব্দুল লতিফ চৌধুরী, সাং- ধরকাপন, আনিসুল চৌধুরী তুষার (৩৩), পিতা- আকিকুল চৌধুরী, সাং- বড়হাট, শেখ সামাদ (৩২), পিতা- মোঃ শেখ আকিব আলী, সাং- মোস্তফাপুর, ১৯। শাহজাহান খান (৪৫) (উপজেলা চেয়ারম্যান, রাজনগর), পিতা- কালা খান, সাং- দলা, রাজনগর, , গোলাম মোশারফ টিটু (৩৮) (চেয়ারম্যান, ১২নং গিয়াসনগর ইউ.পি), পিতা- মৃত গোলাম মোস্তফা, সাং- কদুপুর, ডাক: গিয়াসনগর, আকতার উদ্দিন (৩৩) (চেয়ারম্যান, ৭নং চাঁদনীঘাট ইউ.পি), পিতা- বাচ্চু মিয়া, সাং-বর্ষিজোড়া, এড. জুনেদ আহমেদ (৩৬), পিতা- অজ্ঞাত, সাং- সোনাপুর, মো: জাকারিয়া (৪০) (সভাপতি সাবেক জেলা ছাত্রলীগ), পিতা- অজ্ঞাত, সাং-সিকান্দার আলী রোড, সাইফুর রহমান রনি (৩৭), পিতা-মৃত মসিক মিয়া, সাং- বেরীরপাড়, সুজিত দাস (৪৩) (চেয়ারম্যান ৯ নং আমতৈল ইউ.পি), পিতা: মৃত শ্যামা পদ দাস, সাং- জাজুয়া, পার্থ সারথী পাল (৪৫), পিতা-পৈদ্যন্য কুমার পাল, সাং-সৈয়ারপুর স্কুল রোড, দিলু মিয়া (৪০), পিতা- মৃত রব্বান মিয়া, সাং- বাজরাকোনা, ডাক: মনুমুখ, সাইদুর রহমান সুজাত (৪৫) (সভাপতি উপজেলা ছাত্রলীগ), পিতা: অজ্ঞাত, সাং- শাহীবাগ, আকাশ জুয়েল (৩০) (সাধারন সম্পাদক উপজেলা ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, সাং- কালিঘাট রোড, শ্রীমঙল, ভানুলাল রায় (৫৫) (উপজেলা চেয়ারম্যান, শ্রীমঙ্গল), মিলাদ মিয়া (৪০), পিতা- অজ্ঞাত, সাং- বাউরঘরিয়া, রাজু দেব রিটন (৩৫) (ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা), পিতা- মৃত রনদির কুমার দেব, সাং-শ্রীমঙ্গল, শাহ নেওয়াজ (৪০), পিতা- খোকন মিয়া, সাং-শ্যামলী রোড, মারুফ আহমেদ উরপে কানা মারুফ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- দরগা মহল্লা, হাসনাত বরকত (৩০), পিতা- অজ্ঞাত, সাং- দরগাহ মহল্লা, আলী আশরাফ মান্না (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- কনকপুর, জাহেদুল ইসলাম মনু (৪০), পিতা- অজ্ঞাত, সাং- জগতসী, মাহমুদ ইয়াছিন (২৫), পিতা- অজ্ঞাত, সাং-মুসলিম কোয়ার্টার, মোহাম্মদ আলী শাহান (৩০), পিতা- শরফরাজ মিয়া, সাং- টিবি হাসপাতাল সড়ক, রাহাত আহমেদ (২৬), পিতা- অজ্ঞাত, সাং- ১নং ওয়ার্ড চাদনীঘাট, তানিম আহমেদ (২৩), পিতা- অজ্ঞাত, সাং-মুরুজপুর, চাদনীঘাট, জোবায়ের আহমেদ জুবের (৪৫), পিতা-কয়ছর মিয়া, সাং- হালঘর, সুমন আহমেদ (২৫), পিতা- অজ্ঞাত, সাং- মুরুজপুর, চাদনীঘাট, হাসান আহমেদ (৩২), পিতা- অজ্ঞাত, সাং- দ্বারক, সিদ্দিকুর রহমান ভুট্টো (৪০), পিতা- অজ্ঞাত, সাং-সম্পাসী, অমিত রায় (৩০) (সহ সভাপতি জেলা ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, সাং- সৈয়ারপুর, তাজুল আহাদ (২৬), পিতা- অজ্ঞাত সাং- কাশীনাথ রোড, সুয়েব আহমেদ (২৩), পিতা- মিলাদ আহমেদ, সাং-বাউরগরিয়া, আব্দুল রউফ (এবি রউফ) (৩০), পিতা- অজ্ঞাত, সাং- টিবি হাসপাতাল সড়ক, টিপু খান (৪৫) (চেয়ারম্যান, টেংরা বাজার ইউ.পি), পিতা- মৃত হামিদ মিয়া, সাং- টেংরা বাজার, রাজনগর, শামিম হোসেন (৩৮) (মেম্বার লামুয়া, মনসুরনগর ইউনিয়ন পরিষদ), পিতা- অজ্ঞাত, সাং- লামুয়া, রাজনগর, ফরহাদ আহমেদ (৩০), পিতা- অজ্ঞাত, সাং- লামুয়া, রাজনগর, রিয়াজ খান (২৯), পিতা- সেলিম খান, সাং- দলা, রাজনগর, মো: আলী টিপু (৩৭), পিতা- মৃত এম ইদ্রিস আলী, সাং- কোর্ট রোড, মোহন মিয়া (৩৫), পিতা- মৃত কাদির মিয়া, সাং- আকবরপুর, তানভীর শিপু (৩১), পিতা- খসরু মিয়া, সাং- ঘয়গর, আবিদুর রহমান (৩১), পিতা- মামুন মিয়া, সাং- কদমহাটা, রাজনগর, হেলাল আহমেদ (ফেলাই) (২৭), পিতা- মৃত আলমাছ
মিয়া, সাং- কদমহাটা, রুপসান মিয়া (৩২), পিতা- অজ্ঞাত, সাং- জগন্নাথপুর মিটুন মিয়া (৪০), পিতা: মৃত কাদির মিয়া, সাং- আকবুরপুর, গিয়াসনগর, ইশতিয়াক আহমেদ প্রকাশ (২৬), পিতা- ইউসুফ আলী, সাং- সাহাপুর, ডাক: গিয়াসনগর, নাজমুল আহমেদ নজই (৩০), পিতা- মৃত আরজদ মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, রুমেল মিয়া (৩০), পিতা- তারিক মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, হাছিবুল ইসলাম নিলয় (২৭), পিতা- নজরুল ইসলাম, সাং-চাদনীঘাট, মনোয়ার রাজ (২৫), পিতা-মৃত জালাল মিয়া, সাং-উত্তরমোলাইম, মনাই মিয়া (মেম্বার) (৪৫), পিতা- অজ্ঞাত, সাং-গিয়াসনগর, সৈকত শাহ (২৫), পিতা-শাহানুর শাক, সাং—উলুয়াইল, আজাদ মিয়া (৪০), পিতা- অজ্ঞাত, সাং- ভৈরববাজার, শ্রীমঙ্গল, হোসাইন মো: সৈকত (৩৮) (যুগ্ম সম্পাদক, জেলা যুবলীগ), পিতা-অজ্ঞাত- সাং- টিভি হাসপাতাল রোড, সাদমান সাকিব চৌধুরী (৩৮), পিতা- অজ্ঞাত, সাং- কলিমাবাদ, রুবেল আহমেদ (৩২) (সভাপতি রাজনগর উপজেলা ছাত্রলীগ), পিতা- অজ্ঞাত, সাং- গয়ঘর, রাজনগর, ছমরু মিয়া (৪৫), পিতা-মন্তাজ মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, জাকির মিয়া (২৫), পিতা- হামদু মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, আব্দুস সামাদ আজাদ (২৫), পিতা- লোকমান মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, রফিকুল ইসলাম (৩২), পিতা-কলিম মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, রাসেল শানুর (৩৫), পিতা: অজ্ঞাত, সাং-আকবরপুর, ডাক: গিয়াসনগর, রুবেল মিয়া (৩০), পিতা- তারিক মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, রাফসান মিয়া (২৫), পিতা- অজ্ঞাত, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, আমিনুল ইসলাম (৩০), নজরুল ইসলাম, সাং- দক্ষিন কলিমাবাদ, শাহিন আহমেদ (৪০), পিতা- আরজদ মিয়া, সাং-আকবরপুর, ডাক: গিয়াসনগর, আখি (৩০), পিতা- মৃত পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর, ডাক: গিয়াসনগর, শাহ আলম (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর, ডাক: গিয়াসনগর, রুবেল মিয়া (৩৫), পিতা- তারিক মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, অসীম সুত্রধর (২৫), পিতা- ওকিল সুত্রধর, সাং- গ্রাম শ্রীমঙ্গল, ডাক: গিয়াসনগর, মাহিদুল ইসলাম সৌরভ (২৫), পিতা- অজ্ঞাত, সাং- বেরিরচড়, নাহিদ খান (২৩), পিতা- সেলিম খান, সাং- দলা, রাজনগর, সাজন শাহ (২৪) পিতা- অজ্ঞাত, সাং- মল্লিক সরাই, আরজু মিয়া (৩২), পিতা: মনির মিয়া, সাং-আকবরপুর, ডাক: গিয়াসনগর, এম.এ রহিম (সি.আই.পি) (৬০), পিতা-আলহাজ মুখলিছুর রহমান, সাং- বেরিরপাড় (এম.আর টাওয়ার), রেমান মিয়া (২৫), পিতা-লোকমান মিয়া, সাং- আকবরপুর, ডাক: গিয়াসনগর, আতাউর রহমান (৪৫) (চেয়ারম্যান, কামারচাক ইউ.পি রাজনগর, মৌলভীবাজার, পিতা: মছব্বির মিয়া, সাং- তারাপাশা, রাজনগর, সৌরভ শেখ (২৭), পিতা: মো: আলম মিয়া, সাং- লামা জগন্নাথপুর, আ কাদির ফৌজি (৩৫) (ভাইস চেয়ারম্যান, রাজনগর উপজেলা), পিতা- মফিল মিয়া, সাং- গয়ঘর, রাজনগর, জিয়াউর রহমান (৪৩) (সদস্য, জেলা পরিষদ, মৌলভীবাজার), পিতা: আব্দুল মছব্বির, সাং- তারাপাশা, রাজনগর, সেলিম আহমেদ (৪২), পিতা- মোস্তাক আহমেদ, সাং- অফিসবাজার, ডাক: গিয়াসনগর, আব্দুল্লা আল সাম্মু (৩৩), পিতা- পুতুল মিয়া,সাং- গয়ঘর, সালেহ আহমেদ পাপ্পু (কাউন্সিলার) (৩৫), পিতা: অজ্ঞাত, সাং-শান্তিবাগ, সিতার আহমেদ (৪২), পিতা- অজ্ঞাত, সাং- মল্লিখ সড়াই, নেওয়াজ শরীফ আল-আমিন (২৭), পিতা- অজ্ঞাত, সাং- তারাপাশা, রাজনগর, মৌলভীবাজার, ১০০। মোজাম্মেল হক রাব্বী (৪২), পিতা: তোফাজ্জল হক, সাং- সোনাপুর, নাজমুল হোসেন (২৫), পিতা- মৃত আঃ মতলিব, সাং- ধৌপাশা, উমর শেখ (২৪), পিতা- তবারক মিয়া, সাং-বড়কাপন, মৌলভীবাজার সদর থানা, ১০৩। সাকের আহমেদ (২৫), পিতা- শাহিন, সাং-বাউরভাগ, মৌলভীবাজার সদর, ১০৪। মিজান মিয়া (২৮), পিতা- মৃত সাদেক মিয়া, সাং- গ্রাম শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, ১০৫। লিটন দেবনাথ (২৫), পিতা- মৃত গোপাল দেবনাথ, সাং-কালিয়ারগাও, ১০৬। উত্তম দাস (২৭), পিতা- অজ্ঞাত, সাং- কালিয়ারগাও, মৌলভীবাজার সদর, ১০৭। কয়েছ
মিয়া (মেম্বার) (৪০), পিতা- অজ্ঞাত, সাং- গুমড়া, মৌলভীবাজার সদর, ১০৮। জাহাঙ্গির মিয়া (৩৭), পিতা-অজ্ঞাত, সাং- গুচ্ছগ্রাম কালিয়ারগাও, মৌলভীবাজার সদর, ১০৯। তারেক মিয়া (৪২), পিতা- আকবর মিয়া, সাং- গুচ্ছগ্রাম কালিয়ারগাও, মৌলভীবাজার সদর, ১১০। পংকজ দাস (৩২), পিতা- অরুন দাস, সাং-জুগিডহর, ইকতিয়ার আহমেদ (৩২), পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর, ডাক: গিয়াসনগর, জুনেদ আহমেদ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর,ডাক: গিয়াসনগর, রোকন মিয়া (২৪), পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর,ডাক: গিয়াসনগর, জাহাঙ্গির মিয়া (২৫), পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর, ডাক: গিয়াসনগর, আলামিন (২৬), পিতা- মৃত ছইদ মিয়া, সাং- পূর্ব কদমহাটা, ডাক: কদমহাটা, থানা: রাজনগর, রাজন মিয়া (৩০), পিতা- ছইদ ড্রাইভার, সাং- পূর্ব কদমহাটা, ডাক: কদমহাটা, থানা: রাজনগর, মো মনাই মিয়া (৫৩), পিতা- মৃত কাদির মিয়া, সাং-পশ্চিম কদমহাটা, ডাক: কদমহাটা, থানা: রাজনগর, আনকার মিয়া (৫০), পিতা- মৃত মতলিব মিয়া, সাং- হাসানপুর, ডাক: কদমহাটা, থানা: রাজনগর, শাহেল আহমদ (৩০), পিতা- অজ্ঞাত, সাং- বড়কাপন, মৌলভীবাজার সদর, ইমাদ উদ্দিন (৩০), পিতা- অজ্ঞাত, সাং- গিয়াসনগর, ডাক: গিয়াসনগর, মো আবিদুর রহমান (৩৫), পিতা- মামুন মিয়া, সাং- বিনয়শ্রী ডাক: কদমহাটা, থানা: রাজনগর, মো: ফাহিম (২৬), পিতা- দুরুদ মিয়া, সাং- সাং- বিনয়শ্রী ডাক: কদমহাটা, থানা: রাজনগর, হেলাল আহমেদ পেলাই (৩০), পিতা-মৃত আলমাছ মিয়া, সাং-কদমহাটা, সাং- বিনয়শ্রী ডাক: কদমহাটা, থানা: রাজনগর, মো: ফয়ছল মিয়া (৩৩), পিতা- মৃত আলমাছ মিয়া, সাং-কদমহাটা, সাং- বিনয়শ্রী ডাক: কদমহাটা, থানা: রাজনগর, সৈয়দ নজমুল হক (৪০) (সভাপতি সেচ্চাসেবক লীগ জেলা কমিটি), পিতা- অজ্ঞাত, সাং-শাহবন্দর, আসাদ হোসেন মঞ্জু (৫০) (কাউন্সিলার), মৌলভীবাজার পৌরসভা), পিতা- অজ্ঞাত, সাং- সোনাপুর, মুহিত মিয়া (৩০), পিতা- অজ্ঞাত, সাং- গুজারাই, ডাক, অলি আহমেদ (২৮), পিতা- ফুল মিয়া, সাং- চরগাও, ডাক: থানাবাজার, আবু সুফিয়ান (৫৫) (চেয়ারম্যান, একাটুনা ইউ.পি), পিতা-মন্তাজ মিয়া, সাং- মল্লিকসরাই, তারেক মিয়া (৩৫), পিতা- মৃত মনর মিয়া, সাং-গুমড়া, তানজিদ মিয়া (৩০), পিতা- মৃত মনর মিয়া, সাং-গুমড়া, রুবেল মিয়া (৩০), পিতা- মৃত লাল মিয়া, সাং-গুমড়া, সুমেশ দাশ যীশু (৪৫), পিতা- সুশীল চন্দ্র দাশ, সাং- ২২৪, সেন্ট্রাল রোড, মুহিন দে মধু (৫৩) (মালিক: হাসি ক্লথ স্টোর), পিতা- অজ্ঞাত, সাং- গীর্জাপাড়া, শেখ ফখরুল ইসলাম (৩৯), পিতা- অজ্ঞাত, সাং- গোবিন্দপুর, মোকামবাজার, রাজনগর, সাবের হোসেন (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- সুরভীপাড়া, কলেজ রোড, ১৩৭। আব্বাস উদ্দিন আহমেদ (৫০), পিতা- মৃত ছৈয়দ উদ্দিন আহমেদ জিতু মিয়া, সাং-সুলতানপুর, পৃথিমপাশা, কুলাউড়া, মকবুল হোসেন চৌধুরী মিজান (৩৫), পিতা- মৃত সোহাগ মিয়া, সাং-সুলতানপুর,পৃথিমপাশা, কুলাউড়া, হাসনাত বরকত (৪৫), পিতা-অজ্ঞাত, সাং- দরগাহ মহল্লা, মো: ফজলু মিয়া (৪২), পিতা: মছলম মিয়া, সাং- আমতৈল, মো: সাকের (২৫), পিতা: জয়নাল মিয়া, সাং- রাখা, ছামি মিয়া (৩০), পিতা: লেচু মিয়া, সাং- তাহারলামুয়া, আবুল মাছুম রনি (২৩), পিতা: অজ্ঞাত, সাং- অলহা, দীঘিরপাড় বাজার, শেখ হেলাল (২৬), পিতা- গিয়াস উদ্দিন, সাং- মোস্তফাপুর, ডাক, আলী আহমদ উরফে ছোট আলী (৩৫), পিতা: অজ্ঞাত, সাং- গোজারাই, হায়দার আলী নয়ন (২৬), পিতা: অজ্ঞাত, সাং- গোজারাই, রুহেল খান (৪০), পিতা: আখলিছ খান, সাং- আমতৈল, ফজলু আহমেদ ফজলু (৫৫), পিতা: মৃত আখল, সাং- বড়বাড়ী, বর্ষিজোড়া, জাবেদ আহমেদ (৩৫), পিতা: শাহনূর মিয়া, সাং- ওয়াপদা গেইট, জসিম আহমেদ (৩৫), পিতা:
আছন মিয়া, সাং- শাহবন্দর, পাবেল আহমদ (৪৭) (সভাপতি, মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন), পিতা: অজ্ঞাত, সাং- সম্পাসী, আজিজুল হক সেলিম (৪৬) ( সা: সম্পাদক, মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন), পিতা: অজ্ঞাত, সাং-বরমান, আয়ূব আলী (৪৫), পিতা: আলিম উদ্দিন, সাং- আগনসী, মুহিবুর রহমান হাকিম (২৯), পিতা: আ: হক, সাং- মনতলা, উত্তরভাগ, রাজনগর, শামসুল ইসলাম মেম্বার (৪০), পিতা: অজ্ঞাত, সাং- গোমড়া, মৌলভীবাজার সদর সহ অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামী রাখা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৪ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড, শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের হামলায় শিক্ষার্থী সহ অনেকেই আহত হন।
সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট জেলা সদরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সাবেক এমপির নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর করা হয়।
থানায় সাবেক এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদসহ হামলায় জড়িত ১৫৫ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত হিসেবে রাখা হয়।
শুক্রবার ১৬ আগস্ট বিকেলে মামলা দায়েরের সর্বশেষ তথ্য জানতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এর যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন