বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
শাহরিয়ার খান সাকিব : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ্ আল গালিব।
শনিবার, ১৭ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটির সাথে মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্ত দেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলেও তিনি ঘোষণা দেন।
সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করে বক্তারা বলেন- সকল শিক্ষার্থীর প্রধান কাজ হলো শিক্ষা অর্জন করা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে।
মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ্ আল গালিব।
জানা যায় কোটা সংস্কার আন্দোলনে মৌলভীবাজার জেলার আহতদের খোঁজ খবর নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ও শাবিপ্রবির সমন্বয়ক একটি প্রতিনিধি দল আসেন। এ সময় আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তাঁরা।
মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক আব্দুল কাদের তালুকদার জানান -বিভিন্ন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আলোচনার অংশ হিসাবে আজকে মৌলভীবাজারের সাধারণ শিক্ষার্থীদের সাথে আগামীর কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে মৌলভীবাজার আসেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল গালিব। তিনি মৌলভীবাজার জেলার সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সাধারণ শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন -শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দেলোয়ার হোসাইন শিশির ও হাফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয় আব্দুল কাদের তালুকদারসহ
সিলেট ও মৌলভীবাজার জেলার সকল নেতৃবৃন্দ।
মন্তব্য করুন