সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে এক জঙ্গিরযাবজ্জীবন কারাদন্ড

October 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সিরিজ বোমা বিস্ফোরন মামলায় মোঃ কামাল উদ্দিন নামের এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদন্ডদিয়েছে আদালত। রোববার ১৫ অক্টোবর দুপুরে মৌলভীবাজার ২নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার দিন মৌলভীবাজার শহরে কুসুমবাগ এলাকায় মধুবন হোটেলের সামনে বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধের দীর্ঘ শুনানী ও সাক্ষী-প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক জঙ্গি কামাল উদ্দিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।


পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান জানিয়েছেন, কামালের বাড়ী নেত্রকোনা জেলার বালিজুড়ি গ্রামে। এ মামলায় মোট চার জন আসামী ছিলেন। অন্য তিন আসামীর উপর অভিযোগ প্রমানিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।
২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় একযুগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়েছিলো। এর মধ্যে আজ ২য় মামলার রায় দিয়েছেন আদালত। অন্য তিনটি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com