(ভিডিওসহ) ব্যাংক কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মাববন্ধন

February 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজারে মাববন্ধন পালন করেছে ব্যাংক অফিসার এসাসিয়েশন।
বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের আয়োজনে শহরের চৌমহনা এলাকায় ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন গ্রেপ্তারকৃত আসামী সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
ব্যাংক অফিসার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এসপিও এন্ড ম্যানেজার মোঃ আশরাফ-উল-আলম এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সোনালী ব্যাংক লিঃ, মৌলভীবাজার প্রধান শাখার এজিএম ও শাখা প্রধান খালেদ মুহাম্মদ ফরহাদ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার এসএভিপি ও ব্যবস্থাপক সাইফুল আলম, দি সিটি ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার এসএভিপি ও ব্যবস্থাপক আহতামামউদ্দিন মঞ্জুর, সংগঠনটির সভাপতি ও জনতা ব্যাংক লিঃ, মৌলভীবাজার কর্পোরেট শাখার এজিএম ও ব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ, সহ-সভাপতি ও ইসলামী ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ভিপি ও শাখা প্রধান মোঃ জিয়াবুল আলম, সহ-সভাপতি ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক চৌধুরী আহমেদ ফারুক, সহ-সভাপতি ও প্রিমিয়ার ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী, সাধারণ সম্পাদক ও বেসিক ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার নির্বাহী ব্যবস্থাপক জুনেদ আহমদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইস্টার্ণ ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার এসপিও সাজ্জাদুর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এমটিবি মৌলভীবাজার শাখার সিনিয়র অফিসার আব্দুল গফফার বাবলু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার শাখা প্রধান লুৎফুল মজিদ, রুপালী ব্যাংক লিঃ, শেরপুর শাখার ব্যবস্থাপক রাহাত চৌধুরী, ইস্টার্ণ ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বাহার উদ্দিন, এক্সিম ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আহমেদুর রহমান, ইউনিয়ন ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার অপারেশন ম্যানেজার সামিউর রহমান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে হরিপুর গ্যাসফিল্ড শাখায় কর্মরত ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com