ব্যাংক ডাকাতের মুল হোতাসহ ২ জন আটক

April 29, 2017,

২৯ মার্চ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এডি জে.এম ইমরান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পূবালী ব্যাংকে ডাকাতি মামলার এজাহার নামীয় পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা মোঃ আনোয়ার হোসেন @ আনু (৩০) ,পিতা-মোঃ মোজাফ্ফর মিয়া, সাং-ঘুনই বড়ইউরী, থানা- বানিয়াচং, মোঃ আলী আকবর (৩৫), পিতাঃ মৃত-কাশেম আলী, সাং-বনগাঁও, থানাঃ সদর, জেলা-হবিগঞ্জ। উল্লেখ্য যে, আনোয়ার হোসেন @ আনু ও আলী আকবর দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানুষের ঘরে ডাকাতি করে আসছিল। আনোয়ার হোসেন @ আনুর নামে মৌলভীবাজার সদর থানায় ডাকাতির মামলাও রয়েছে। আনোয়ার হোসেন ও তার সঙ্গী আলী আকবর ১৮ পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখা হতে ৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় এদের প্রতারনার ছবি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরুপ অবস্থায় তারা সিলেট বিভাগে ত্যাগের পরিকল্পনা করছিল। এমন পরিস্থিতিতে র‌্যাবের অভিযানিক দলের কৌশলের কাছে তারা নতি স্বীকার করে এবং গ্রেফতার হয়। তাহাদের এহেন অপরাধ সমূহ এলাকাবাসীর ভিতরে আতঙ্ক সৃষ্টি করে। বিভিন্ন সূত্রমতে জানা যায়, আনোয়ার হোসেন @ আনু ও আলী আকবর এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত, তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল এবং গোপনে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার সদর থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com