ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার : ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধ, আমদানী কারক ও স-রুম গুলোর বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রব্যমূল্য কমানো, বর্তমান বাজারদরের সমন্বয় করে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ, রিকশা ও ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিষপত্রের রেশনিং চালুসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের চৌমুহনাস্থ কার্যালয় থেকে মিছিল সহকারে রিকশা শ্রমিক পশ্চিমবাজার এলাকায় সমাবেশ করে। জেলা রিকশা শ্রমিক ইউনয়িনের সভাপতি মোঃ সোহেল মিয়ার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে রিকশা শ্রমিকদের সমস্যা সংকটের কথা তুলে তা সমাধানের দাবি জানান। পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ শ্রমিকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক বলে মন্তব্য করেন।
বক্তারা বলেন, রিকশা-ভ্যান শ্রমিকরা প্রতিদিন গভীর রাত পর্যন্ত প্রখর রোদ ও ঝড়বৃষ্টির মধ্যে অমানুষিক পরিশ্রম করে রিকশা-ভ্যান চালিয়ে দুঃখ কষ্টের জীবন জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন। গ্রাম্য জোতদার মহাজনের শোষণে জমি-জমা হারিয়ে জীবিকার তাগিদে শহরে রিকশা-ভ্যান চালিয়ে যাত্রী সাধারণের সেবা প্রদানের মাধ্যমে জীবন ও জীবিকা রক্ষার সংগ্রামে লিপ্ত। তার উপর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে রিকশা-ভ্যান শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। এরকম সময়ে শহরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ তৎপরতা শ্রমিকদের আরও দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে।
মন্তব্য করুন