ব্রাসেলস সেমিনারে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের নীতি ‘জিরো টলারেন্স’ এর প্রশংসা
আবু তাহির, ব্রাসেলস॥ জঙ্গি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের নীতি ‘জিরো টলারেন্স’। শুধু তা-ই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠীর কর্মতৎপরতা শক্ত হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দমন করায় তার প্রশংসা করেন পর্তুগালের সাবেক এমপি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের ডাইরেক্টর পাওলো কাছাকা।
শান্তির পক্ষে বাংলাদেশ সরকার তথা বিশ্বশান্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার “জিরো টলারেন্স” কর্মসূচির সাফল্য বিশ্বময় ছড়িয়ে দিতে বেলজিয়াম আওয়ামী লীগ এর উদ্যোগে ব্রাসেলস প্রেসক্লাবে অনুষ্ঠিত ব্রাসেলস এন্ড ঢাকা সলিডারিটি ফর পিস্ নামক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বেলজিয়ামে ও বাংলাদেশে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে সেমিনারের শুরু হয়। বেলজিয়ামের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন এর উপস্থাপনায় সেমিনার সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামীলীগ এর সভাপতি লতিফ শহিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম এর সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের সহকারী প্রোগ্রামার্ নূরা বাবা লোবা, ইউরোপিয়ান আওয়ামীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া ,ইউরোপিয়ান আওযামীলীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ বিদ্যুৎ বড়–য়া, বেলজিয়াম আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মোরশেদ, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন,নেদারল্যান্ড আ’লীগ সভাপতি শাহাদত হোসেন তপন, নেদারল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামীলীগ নেতা রিজভি আলম।
সেমিনারের আগে বেলজিয়ামে হামলার এক বছর পূর্তিতে বেলজিয়ামের মালভিক ষ্ঠেশনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতারা। সেমিনারে এ সময় বাংলাদেশে ও বেলজিয়ামে সন্ত্রাসীদের হামলার বিভিন্ন চিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।
এ সময় বক্তারা ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি ও সাংবাদিকদের সামনে বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনকে সাধুবাদ জানান। সেমিনারে বাংলাদেশ জামাত ইসলামীর কঠোর সমালোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি মুহাম্মাদ হুমায়ুন মাকসুদ হিমু, নিরঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল, সহ ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান ভুলু, সাংগঠনিক সম্পাদক রাফাত উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক মনির হোসেন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন খোকা, সাধারণ সম্পাদক আনার চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক এ বি এম মোস্তাফিজ উল আলম, প্রচার সম্পাদক মো আরিফ উদ্দিন।
মন্তব্য করুন