ব্রেন টিউমারে আক্রান্ত কুলাউড়ার সিএনজি চালক আব্দুল মালিক-সাহায্যের আবেদন
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের দারিদ্র ফিরোজ আলীর ছেলে আব্দুল মালিক (৩৫) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি পেশায় একজন সিএনজি চালক। স্কুল পড়–য়া ২ ছেলেসহ তার পরিবারে সদস্যসংখ্যা ৬ জন। ভাড়া করা সিএনজি চালিয়ে অল্প টাকা রোজগার করে কোন রকম পরিবারের সদস্যদের ভরণ-পোষণ চালাচ্ছেন। তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসকরা বলছেন তার উন্নত চিকিৎসা বাবৎ প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন। তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে বর্তমানে কোন কাজও করতে পারছেনা। বর্তমানে পরিবারের সদস্যদেরকে নিয়ে দারিদ্র অসহায় আব্দুল মালিক মানবেতর জীবন-যাপন করছেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা। অসহায় আব্দুল মালিক দেশ-বিদেশসহ সমাজের সকল শ্রেণীর বিত্তবান লোকের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। হয়তো সমাজের বিত্তবানদের সহযোগিতায় আব্দুল মালিক তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। তাকে সাহায্য পাঠাবার ঠিকানা মোবাইল: ০১৭৪৫৪৩১০৫৭ (বিকাশ), অগ্রণী ব্যাংক, কটারকোনা শাখা। সঞ্চয়ী হিসাব নং: ৩৮৩৯।
মন্তব্য করুন