বড়লেখার ক্রিকেটার বাবুর সাথে মৌলভীবাজার জেলা ক্রিকেট নির্বাচকদের অবিচার!
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লখার কয়েছ আহমদ বাবুর সাথে জেলা ক্রিকেট নির্বাচকরা অবিচার করছেন । তার থেকেও কম পারফরম্যান্স করা খেলোয়াড়দের জেলা দলে অন্তর্ভূক্ত করা নিয়ে মৌলভীবাজার জেলা ক্রিকেট অঙ্গনে তোলপাড় চলছে।
জানা যায়, ১ম বিভাগ ক্রিকেট লীগে ৪ ম্যাচে ৮৭ রানে ১৭ উইকেট পেয়েও জেলা ক্রিকেট দলে স্থান পায়নি কয়েছ আহমদ বাবু। তার সাথে ১ম বিভাগে খেলে কম পারফরম্যান্স করা খেলোয়ারদের অন্তর্ভূক্ত করা হয়েছে জেলা ক্রিকেট দলে। এরা হলেন অলি এবং আমিনুল। তারা সমান সংখ্যক ম্যাচ খেলে বাবু থেকে খারাপ পারফরম্যান্স করলেও তারা দুজনই জেলা দলে স্থান পান। অলি ৪ ম্যাচে ৮৭ রানে ১০ উইকেট সংগ্রহ করে এবং আমিনুল ৩ ম্যাচে ৭৬ রান দিয়ে ৮ উইকেট সংগ্রহ করে। যা বাবুর পারফরম্যান্স থেকে খারাপ ছিলো।
বড়লেখার ক্রিকেটবোদ্ধাদের দাবি, বাবুর পারফরম্যান্স বিবেচনা করে তাকে জেলা ক্রিকেট দলে অন্তর্ভূক্ত করা হোক।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মৌলভীবাজার জেলা ক্রিকেট দলের কোচ ও নির্বাচক কমিটিক সদস্য রাসেল আহমদ জানান, তার থেকে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের দলে নেয়া হয়েছে। তবে এটা আমার একার সিদ্ধান্ত নয়। ৫ সদস্যের নির্বাচক কমিটির সিদ্ধান্তেই দল গঠন করা হয়েছে।
মন্তব্য করুন