বড়লেখার দুই প্রতিষ্ঠান প্রধান জেলা পর্যায়ে শ্রেষ্ট
February 27, 2017,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দুইজন প্রতিষ্ঠান প্রধান এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন।
২৬ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদেরকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ।
জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হন বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খান।
মন্তব্য করুন