বড়লেখার শাহবাজপুর হাইস্কুল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড : ২০ দোকান পুড়ে ৫ কোটি টাকার ক্ষতি
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজ মার্কেটে ২৫ জুন শনিবার সেহরীর সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় দমকল বাহিনী দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও মার্কেটের ২০ দোকান পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম ও বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মানিক জানান, শনিবার সেহরীর সময় শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজ মাকের্টের হীরা পুষ্পালয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। একে একে জয়নাল ভেরাইটিজ স্টোর, বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোর, মা ভেরাইটিজ ষ্টোর, জোয়ার ফ্যাশন, ইউনিভার্সেল ফার্মেসি, সুমাইয়া বস্ত্রালয়, হীমাচল কণফেকশনারী, সেবা ফার্মেসী, রাসেল ক্লথ স্টোর, খালেদ অ্যান্ড সাঈদ স্টোর, ফটো ডিজিটাল সপ, আল-আমিন ফার্মেসি, ইমন স্টেশনারি, শাহজালাল ভ্যারাইটিজ স্টোর, শাহান ভ্যারাইটিজ স্টোর, লিজা ভ্যারাইটিজ স্টোর, মাহিন স্টোর, তামান্না স্টোর, আমিনা ভ্যারাইটিজ স্টোরসহ মাকের্টের ২০ দোকান আগুনে ভস্মিভুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর আগেই দোকান ও বিল্ডিং পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ঈদুল ফেতর উপলক্ষ্যে বেচাকেনা বেশি হওয়ার আশায় লাখ লাখ টাকার মালামাল তুলেছিলেন। কিন্ত বিক্রির আগেই দোকান পুড়ে যাওয়ায় তাঁরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন