বড়লেখার সুজানগর ইউনিয়নে বদরুল ইসলাম ফাইন্ডেশনের ত্রাণ বিতরণ

July 4, 2017,

আব্দুর রব॥ হাকালুকি হাওরপারের হাজার হাজার দুর্গত মানুষের মধ্যে হাহাকার চলছে। ঘরে নেই খাবার, নেই থাকার জায়গা। ঢেউয়ের সাথে যুদ্ধ করেই তারা পানির উপর মানবেতর জীবন যাপন করছে। নৌকা দেখলেই ঘরের ভেতরের হাটু ও কমর পানি ডিঙিয়ে আঙিনা বেরিয়ে পড়ছেন অসহায় নারী-পুরুষ ও শিশুরা। এই বুঝি কেউ ত্রাণ নিয়ে আসছে। তবে প্রয়োজনের তুলনায় সরকারী ত্রাণ অপ্রতুল হওয়ায় মলিন মুখে অনেককে খালি হাতেই ফিরতে হচ্ছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান।
বড়লেখার সুজানগর ইউনিয়নের ৯ ওয়ার্ডে ১ হাজার ৩শ’ বন্যা কবলিত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে বদরুল ইসলাম ফাউন্ডেশন। শনিবার ও রোববার দিনব্যাপি ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দুর্গত মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
হাশিমপুর যুবসমাজের সহযোগিতায় বদরুল ইসলাম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি, রফিনগর, পাটনা, রাঙ্গিনগর, বাড্ডা, বারহালি, বাঘমারা, হাশিমপুর তেরাকুড়ি, উত্তর সুজানগর, বড়থল, সালদিগা, চিন্তাপুর, সোনাপুর, গুচ্ছগ্রাম হেলিপ্যাড গ্রামসহ ইউনিয়নের ৯ ওয়ার্ডের পানিবন্দী দুর্গত ১ হাজার ৩শ’ পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি করে আলু ও পেঁয়াজ ও ১ লিটার সয়াবিন তেল বিতরণ করেছেন। ত্রাণ বিতরণকালে বদরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম ছাড়াও ফাউন্ডেশনের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, সেক্রেটারী নজরুল ইসলাম, ইউপি মেম্বার ফখরুল ইসলাম, সাবকে ইউপি মেম্বার সমাজসেবক নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস সহিদ, হাশিমপুর যুব সমাজের সভাপতি ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com