বড়লেখার হীরা সাউথ এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

August 28, 2016,

স্টাফ রিপোর্টার॥  ১ সেপ্টেম্বর থেকে ভারতের জম্মু-কাশ্মীরে অনুষ্টিতব্য সাউথ এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত কৃতি দাবাড়ু মোস্তফা কামাল হীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
অলইন্ডিয়া দাবা ফেডারেশনের আমন্ত্রনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় মোস্তফা কামাল হীরা সিলেট বিভাগের একমাত্র দাবাড়ু বড় একটি টুর্নামেন্টের বাংলাদেশের একক ভাবে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেন। এই চ্যাম্পিয়নশিপে সাউথ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকান, পাকিস্তান ও আফগানিস্তানসহ ৮টি দেশ অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট  চলবে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, মোস্তফা কামাল হীরা এর আগে মৌলভীবাজারের আরেক কৃতি আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়– এম. মছব্বির আলীর সাথে ২০০৩ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ও ২০০৪ সালে ভারতের রাজধানী নয়াদিল্লীতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোস্তাফা কামাল হীরা একাধিকবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সিলেট ও মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com