বড়লেখায় অপরাধীদের নিরাপদ আস্তানা চা বাগান আর পানপুঞ্জি

June 11, 2016,

আবদুর বব॥ বড়লেখায় চোরাচালানী, সন্ত্রাসী, চোর-ডাকাতসহ নানা অপরাধ কর্মকান্ডের হোতারা সীমান্তবর্তী অরণ্য, চা বাগানের লীজকৃত জবর দখলীয় টিলা আর খাসিয়া পান পুঞ্জিতে নিরাপদ আস্তানা গেড়েছে। এ অপরাধী সিন্ডিকেট খুন, ধর্ষন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি ডাকাতিসহ সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রন করছে। কয়েকটি চা বাগানের লিজকৃত টিলা ভুমিখেকো সন্ত্রাসীদের জবর দখলে থাকায় বাগান মালিকের সরকার নির্ধারিত আড়াই ভাগ চা চাষ সম্প্রসারন কর্মসুচিও বাঁধাগ্রস্থ হচ্ছে। বাগান মালিকরা চা বাগানের ভুমি জবর দখলকারী সন্ত্রাসীদের দমনে বিজিবি’র টহল জোরদার এবং পুলিশ-বিজিবি যৌথ অভিযানের দাবী জানান।

1431946567অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়শাবাগ চা বাগানের পূর্বপার্শের ইরেরগুল নামক স্থানের ৪০-৫০ একরের একটি টিলা স্থানীয় সন্ত্রাসীরা জবর দখল করে নানা অপরাধ কর্মকান্ড চালায়। এ টিলায় ১০-১২টি ঘর তৈরী করে নিরাপদ আস্তানা গেড়ে সন্ত্রাসীরা মাদক চোরাচালান, খাসিয়াদের পানজুম দখল ও কেটে ফেলার হুমকি দিয়ে চাদা দাবী, ছিনতাই, ধর্ষণসহ নানা অপরাধ কার্মকান্ড চালাচ্ছে। আয়শাবাগ চা বাগানের শ্রমিকরা জানায়, সন্ত্রাসীদের ভয়ে তারা এ টিলায় চায়ের পাতি তোলাসহ কোন কাজেই যেতে সাহস পায় না। বাগানের পরিচালক আজহারুল ইসলাম সুহেল বাগানের লীজকৃত ভুমি সন্ত্রাসীদের বেদখলে থাকার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় ফারুক উদ্দিন ফারই, মাসুক উদ্দিন গংরা বাগানের টিলায় সন্ত্রাসীদের আস্তানা তৈরী করে দিয়েছে। তারা অসংখ্য চা গাছ ও ছায়াবৃক্ষ উপড়ে ফেলে এবং  চা শ্রমিকরা কাজ করতে গেলে দেশিয় অস্ত্রেসস্ত্রে ধাওয়া করায় শ্রমিক সেদিকে পা বাড়ায় না। বাগানের লীজকৃত টিলা সন্ত্রাসীরা জবর দখল করায় সরকার নির্ধারিত মোট ভুমির আড়াই ভাগ চা চাষ সম্প্রসারন কর্মসুচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এব্যাপারে বাগানের পক্ষ থেকে থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। এদিকে কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক মারুফ হাসান অভিযোগ করেন, বাগানের জমি দখল করে সন্ত্রাসীরা অপরাধের স্বর্গরাজ্য তৈরী করেছে। তার বাগানের লিজকৃত একটি বিশাল টিলার চা গাছ কেটে এবং ছায়াবৃক্ষ পাচার করে দীর্ঘদিন ধরে কতিপয় সন্ত্রাসী জবর দখলে রেখেছে। ফলে সরকারী নির্দেশনা অনুযায়ী চা চাষ সম্প্রসারন কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে।

kulaura-pic-সুত্র জানায়, ইতিপুর্বে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি হওয়া আগ্নেয়াস্ত্র রয়েছে এসব সন্ত্রাসীদের হাতে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড চালিয়ে সন্ত্রাসীরা দ্রুত পাহাড়ি দুর্গম এলাকার তৈরী করা নিজেদের আস্তানায় আত্মগোপন করায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে অন্ধকারে থাকতে হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান চা বাগানের জবর দখলীয় টিলায় সন্ত্রসাীদের আস্তানার বিষয়টি স্বীকার করে জানান, উপজেলার পুর্বে সীমান্তবর্তী অরণ্য আর পশ্চিমে হাকালুকি হাওর থাকায় ভৌগলিক কারনে অনেক সময় সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। তবে পুলিশ এসব আস্তানায়ও অনেকবাব অভিযান চালিয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com