বড়লেখায় অবৈধ সেগুন কাঠ জব্দ

January 21, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার বিওসিটিলা বিজিবি শুক্রবার ২০ জানুয়ারি সকালে সমনবাগ রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে দুই লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে। বিজিবি বিকেলে জব্দ কাঠ বন অফিসে জমা দিয়েছে।
জানা গেছে, ৫২ ব্যাটেলিয়নের আওতাধীন বিওসিটিলা বিজিবি’র টহল কমান্ডার ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ১৩৯৪ হতে ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে জামকান্দি এলাকা থেকে প্রায় ৪২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেন। সেগুন কাঠগুলো সমনবাগ বনবিট থেকে চোরাকারবারীরা পাচার করছিল। পরে বিজিবি জব্দ কাঠ মাধবছড়া বনবিটে জমা দিয়েছে।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক হারুন অর রশীদ অবৈধ সেগুন কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com