বড়লেখায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার অর্ধশত স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সোমবার ১ আগষ্ট দুপুরে জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন সমাবেশে দেশের বিভিন্নস্থানে অব্যাহত সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে জনমত গড়ে তুলে ইসলাম নামধারী পথভ্রষ্ট লোকদের প্রতিহত করার আহবান জানানো হয়।
নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, কলেজের প্রভাষক মোশাররফ হোসেন সবুজ, হাসিনা বেগম, এমএ হাসান, রফিক উদ্দিন, মতিউর রহমান, নারীশিক্ষা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, কলেজ শিক্ষার্থী খাদিজা বিনতে আবুল হক প্রমুখ। বক্তারা জঙ্গীবাদের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে জঙ্গিবাদ মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বড়লেখা ডিগ্রি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিসি মডেল উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, কাঠালতলী উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ডিগ্রি মাদ্রাসা, হাকালুকি উচ্চ বিদ্যালয়, পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান একই সময়ে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মন্তব্য করুন