বড়লেখায় অর্ধশত স্কুল মাদ্রাসায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেনতামুলক সভা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা অনুযায়ী জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী গণসচেতামুলক র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে পিসি মডেল হাইস্কুল কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি (তদন্ত) আকবর হোসেন, পৌরমেয়র আবু ইমাম কামরান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, পৌর কাউন্সিলার তাজউদ্দিন, আব্দুল মালিক ঝুনু,আ’লীগ নেতা আবদুর রহমান। পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিংবডির সহসভাপতি শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, শিক্ষানুরাগী সদস্য ডা. আইনুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, সাংবাদিক আব্দুর রব। দক্ষিণভাগ এনসিএম হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল মুকিত লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ছয়েফ উদ্দিন রেণু, আব্দুল বাছিত, আব্দুল হক, অনুকুল চন্দ্র দে, প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদ, রনজয় কুমার দাস, বদরুল হক, প্রাক্তন শিক্ষক কামরুল হুদা চৌধুরী।
এছাড়া নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মুড়াউল হাইস্কুল, দাসেরবাজার হাইস্কুল, আর.কে লাইসিয়াম স্কুল, কাঁঠালতলী, ছিদ্দেক আলী, কেছরিগুল, ফকিরবাজার, বর্নি আদর্শ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ, বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসা, হাকালুকি, মাইজগ্রাম হাইস্কুল, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুল, শিশু শিক্ষা একাডেমীসহ উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতামুলক এ কর্মসূচি পালিত হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন