বড়লেখায় অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়ে মাতৃভাষা দিবস পালন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সোমবার সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছিল। বসন্তের হঠাৎ বৃষ্টি জনজীবনে স্বস্তির সাথে দুর্ভোগও বয়ে আনে। এমন বৈরি আবহাওয়া উপেক্ষা করে অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে বড়লেখা ডিগ্রি কলেজ শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভারপ্রাপ্ত ইউএনও সমীর বিশ্বাস, ওসি মোহাম্মদ সহিদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড়লেখা ব্লাড ডনেট ক্লাব ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করে। জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন সকালে এ কর্মসুচির উদ্বোধন করেন।
সকালে হুইপ শাহাব উদ্দিনের নেতৃত্বে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী শেষে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
মন্তব্য করুন