বড়লেখায় আগর-আতর কারখানা পরিদর্শনে কাতারের রাষ্ট্রদুত
আবদুর রব॥ ঢাকাস্থ কাতারের রাষ্ট্রদুত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি বলেছেন, বাংলাদেশের সাথে কাতারের দ্বি-পাক্ষিক সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত। ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারনের মাধ্যমে বন্ধুপ্রতীম এ সম্পর্ককে আরো জোরদার করা হবে। আগর-আতর শিল্পের ব্যাপারে তার দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের অবহিত করবেন। কাতারের বিশেষজ্ঞ দল এখানকার আতরের গুনগত মান যাচাই পুর্বক এ শিল্পের প্রসারে উদ্যোগ নিতে পারেন। এক্ষেত্রে তার এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ককে অনেক দুর এগিয়ে নিতে সহযোগিতা করবে।
১৯ মার্চ রোববার কাতারের রাষ্ট্রদুত বড়লেখার সুজানগরের বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানীপন্য আগর-আতর শিল্প কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রাষ্ট্রদুতের আরবী ভাষায় দেয়া জবাবের ভাষান্তর করেন কাতার দুতাবাসের মিডিয়া অফিসার হামেদ জামিল হোসাইন, পাবলিক রিলেশন অফিসার আসাদুর রহমান আসাদ ও সুজানগরের মেসার্স বে-অফ বেঙ্গল আগর-আতর এন্ড পারফিউম ফ্যাক্টরীর স্বাত্তাধিকারী আব্দুল কবিরের বোন কাতার প্রবাসী সারাবান তাহুরা।
এর আগে কাতারের রাষ্ট্রদুত স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির সাথে বড়লেখা ইউএনও কার্যালয়ে দু’দেশের দ্বি-পাক্ষিক বিষয়ে মতবিনিময় সভা করেন। সভায় রাষ্ট্রদুত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই কাতারের সাথে সৌহার্দপুর্ণ সম্পর্কের উন্নতি ঘটছে। তার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারবে বলে কাতার সরকার মনে করে। সকাল এগারোটায় রাষ্ট্রদুত বড়লেখায় পৌছলে হুইপ শাহাব উদ্দিন এমপি ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে বরণ করে নেন। বড়লেখায় সফর করায় রাষ্ট্রদুত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমিকে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার আগর-আতর শিল্পের সামগ্রিক অবস্থা তুলে ধরেন হুইপ শাহাব উদ্দিন এমপি, ইউএনও এস.এম আবদুল্লাহ আল মামুন, সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, ওসি মুহাম্মদ সহিদুর রহমান, আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী, ব্যবসায়ী আশরাফ মুহিত সয়েফ, মেসার্স বে-অফ বেঙ্গল পাফিউম ফ্যক্টরীর সত্ত্বাধিকারী আব্দুল কবির প্রমুখ।
বেলা ২টার দিকে রাষ্ট্রদূত আগর-আতরের রাজধানী খ্যাত বড়লেখার সুজানগর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কবিরের মেসার্স বে-অফ বেঙ্গল আগর-আতর এন্ড পারফিউম ফ্যাক্টরী ও আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলীর আগর-আতর কারখানা ঘুরে দেখেন। বিকেলে বড়লেখার বিভিন্ন আগর বাগান, দেশের প্রধান প্রাকৃতির জলপ্রপাত মাধবকু- ও চা বাগন পরিদর্শন করেন এসময় জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন