বড়লেখায় আগর শিল্প ধংসের ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ী ও শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সুগানগরের ঐতিহ্যবাহী আগর-আতর শিল্পের অস্তিত্ব বিলীন ও ধংসের গভীর ষড়যন্ত্র চলছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। কতিপয় স্বার্থান্বেষী ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এ ব্যবসাকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ চক্র প্রশাসনের বিভিন্ন বাহিনীকে অপব্যাখ্যা দিয়ে সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানী করাচ্ছে। এর প্রতিবাদের সুজানগরের সহ¯্রাধিক আগর-আতর ব্যবসায়ী ২ ডিসেম্বর শুক্রবার রাতে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে।
সুজানগরের প্রবীণ আগর ব্যবসায়ী হাজী আছার উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ী বেলাল আহমদ চুনু ও হাসান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারত ও বাংলাদেশের প্রবীণ আগর আতর ব্যবসায়ী হাজী সফিক উদ্দিন। বৈদেশিক মুদ্রা অর্জনকারী এলাকার বুনিয়াদি আগর-আতর ব্যবসায় প্রশাসনিক হয়রানী বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন সুজানগরের সামাজিক সংগঠন গোল্ডেন ক্লাবের সভাপতি ও বিশিষ্ট আগর ব্যবসায়ী রহিম বক্ত মুসা, ইউপি মেম্বার সহিদ আহমদ, নাদের আহমদ, ময়নুল ইসলাম মাসুম, আনোয়ারুল ইসলাম, রুবেল আহমদ, শাহ আলম মায়া, শওকত হাসান, কাজী মাওলানা ফয়েজ উদ্দিন, রুহেল আহমদ, হাজী জমির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মুছব্বির আলী, আব্দুল হামিদ, আব্দুল লতিফ, নুর মিয়া, সবু মিয়া, ফারুক আহমদ, রাহিন আহমদ প্রমূখ।
মন্তব্য করুন