বড়লেখায় আজ থেকে শুরু ভোটার তালিকা হাল নাগাদ কর্মসুচি

July 25, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হাল নাগাদ কর্মসুচি।
২৪ জুলাই সোমবার উপজেলা নির্বাচন অফিস থেকে সংশি¬ষ্ট তথ্য সংগ্রহকারীরা প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা নারী-পুরুষ মিলিয়ে ১ লাখ ৬২ হাজার ৮১৯ জন।
২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত ৯৫ জন তথ্য সংগ্রহকারী (প্রাইমারী স্কুল শিক্ষক) বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের নাম কর্তন ও নতুন ভোটার অর্ন্তভুক্তির কার্যক্রম চালাবেন। কার্যক্রম তদারকির জন্য ২১ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ভোটার হাল নাগাদের কার্যক্রম চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।  উপজেলার বন্যা কবলিত তালিমপুর, দাসেরবাজার ও সুজানগর ইউনিয়নের কিছু ভোটার এলাকায় হাল নাগাদ কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হলেও এখনও কোন নির্দেশনা আসেনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com