বড়লেখায় আসামীদের হুমকিতে প্রবাসীর স্ত্রী নিরাপত্তাহীনতায়

July 14, 2016,

বড়লেখা প্রতিনিখি॥ বড়লেখায় সন্ত্রাসী হামলা ও বসতঘর লুটপাটের মামলায় জামিনে বেরিয়ে আসামীরা বাদীকে মামলা তুলে নিতে প্রাণনামের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামীদের অব্যাহত হুমকিতে মামলার বাদী সৌদি প্রবাসীর স্ত্রী রাহেলা বেগম ১২ দিন ধরে তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের সৌদি প্রবাসী সফর উদ্দিনের সাথে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে সজ্জাদুর রহমান সোয়াগ ও সবুর উদ্দিনের মনোমালিন্য চলছিল। সফর উদ্দিন প্রবাসে থাকায় তার ভু-সম্পত্তি গ্রামের সাইফুল ইসলাম সোনই দেখাশুনা করতো। ২০ জুন সফর উদ্দিনের কেয়ারটেকার সোনাই পুকুর থেকে মাছ ধরতে গেলে সোয়াগ ও সবুর তাকে মারধর করে। এর জের ধরে ২৭ জুন সজ্জাদুর রহমান সোয়াগ ও সবুর উদ্দিন প্রবাসী সফর উদ্দিনের বসতঘরে ঢুকে স্ত্রী রাহেলা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ টাকা পয়সা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় আহত গৃহবধু রাহেলা বেগম থানায় মামলা করলে পুলিশ এদিন দুই আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

মামলার বাদী প্রবাসীর স্ত্রী রাহেলা বেগম অভিযোগ করেন আসামীরা জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের হুমকি-ধমকিতে তিন সন্তান নিয়ে তিনি গ্রামের বাড়ি ছেড়ে সায়পুরে একটি বাসায় থাকছেন। নিরাপত্তাহীনতার বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন বলেও জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com