বড়লেখায় ইউনিয়ন বিএনপির সভাপতির নৌকায় ভোট চাওয়া নিয়ে তোলপাড়
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিনের নৌকা প্রতীকে ভোট চাওয়া নিয়ে উপজেলা ব্যাপি তোলপাড় শুরু হয়েছে।
৯ আগষ্ট বুধবার দুপুরে সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন এমপির রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে দেয়া বক্তব্যে এ বিএনপি নেতা আগামী সংসদ নির্বাচনে শাহাব উদ্দিনকে বিজয়ী করতে উপস্থিত সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। তার দেয়া বক্তব্যের ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম হাতলিয়া গ্রামের একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন। এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণভাগ দ. ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন উপস্থিত লোজজনের উদ্দেশ্যে বলেন, হুইপ শাহাব উদ্দিন এমপিকে আগামীতে মন্ত্রী হিসেবে দেখতে হলে আসুন আমারা সবাই মিলে আবারো নৌকা প্রতীকে ভোট দেই। তার এমন বক্তব্যে উপস্থিত আ’লীগ নেতাকর্মীরাও বিব্রতবোধ করেন।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় এব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু জানান, ঘটনা যদি সঠিক হয়ে থাকে তবে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন। এব্যাপারে দলীয় ফোরামে সত্যতা যাচাইপুর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন