বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন : বাদীর পক্ষে বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিনের বিরুদ্ধে জনৈক সালমা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলা প্রত্যাহারের দাবীতে ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসীর ব্যানারে ২৫ মে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় দক্ষিণভাগ বাজারে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। এ খবরে মামলার বাদি সালমা বেগম সন্ধ্যায় দক্ষিণভাগ বাজারে তার পক্ষের লোকজন নিয়ে বিক্ষোভ সমাবেশ করলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কে ঘন্টাব্যাপি অনুষ্টিত মানববন্ধন সমাবেশে সালমা বেগমের রুজু করা মামলাটি হয়রানীমুলক, ষড়যন্ত্রমুলক ও মিথ্যা দাবী করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দুলাল, মতিলাল ঘাটোয়ার, গীতা রাজভর, যুবলীগ নেতা আল আমিন আলাল, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম, শরীফ আহমদ, কাওছার হামিদ শুকুর প্রমূখ।
এদিকে নারী নির্যাতন মামলার বাদি সালমা বেগমের বিরুদ্ধে চেয়ারম্যানের পক্ষের লোকজনের মানববন্ধন করার খবরে সন্ধ্যায় পক্ষের লোকজন নিয়ে তিনি বাজারে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন