বড়লেখায় ইউপি মেম্বারের বিরুদ্ধে সড়কের গাছ বিক্রির অভিযোগ
আব্দুর রব॥ বড়লেখার বর্নি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে সরকারী রাস্তার অর্ধলক্ষ টাকা মূল্যের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ইউএনও’র নির্দেশে কেটে নেয়া গাছের অংশ বিশেষ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্বায় রাখা হয়েছে। ইউপি মেম্বার সারওয়ার আহমদ গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বর্নি ইউনিয়নের গোদামবাজার হতে বারহালমূখি এলজিইডি রাস্তার পাশের ২টি রেইনটি ও ১টি বটগাছ ওয়ার্ড মেম্বার সারওয়ার আহমদ বিক্রি করেন। প্রায় অর্ধলক্ষ টাকায় গাছগুলো ক্রয় করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি মাখন উদ্দিন।
২ অক্টোবর রোববার গাছ কাটার সময় এলাকাবাসীর পক্ষে সাবেক মেম্বার আব্দুন নুর ইউএনও’র নিকট অভিযোগ করেন। ইউ্এনও এসএম আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এলজিইডি’র অফিস স্টাফ সিরাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের অংশ বিশেষ উদ্ধার করে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের জিম্মায় রেখে আসেন।
স্থানীয় সরকার অধিদপ্তরের সার্ভেয়ার ফজলে রাব্বি জানান, এলজিইডি’র রাস্তার সরকারী গাছ অবৈধভাবে ইউপি মেম্বার সারওয়ার আহমদ বিক্রি করেন বলে অভিযোগ পেয়ে কাটা গাছ জব্দ করা হয়। এব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
ইউপি মেম্বার সারওয়ার আহমদ গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে জানান, গাছগুলো রাস্তার নয়, তার চাচা মৃত আইয়া উদ্দিনের মালিকানাধীন ভুমির। জীবিত অবস্থায় তিনি মাখন উদ্দিনের নিকট এগুলো বিক্রি করেন।
মন্তব্য করুন