বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন ১৬ এপ্রিল
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচন ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঐ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আবুল হোসেন আলম ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় শূন্যপদ পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আলম বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তার পদটি শূন্য হয়। এ পদটি পূরণে ঐ ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে গত ২০ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ২১ মার্চ যাচাই বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। বৈধভাবে মনোনীত প্রার্থীরা হচ্ছেন-হেলাল উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল মন্নান, মকসুদ আহমেদ রানা, ওমর ফারুক, রফিক উদ্দিন, একরাম উদ্দীন, ফারুক আহমদ, মো. নুরুজ আলী, মতিউর রহমান, মিল¬াদ হোসেন, বাপ্পন দে। বৈধভাবে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ২৯ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন বুধবার জানিয়েছেন, ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন