বড়লেখায় উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন যারা
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন তিনজন শিক্ষক। উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব রোববার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধানদেও নাম ঘোষনা করেন। এরা হলেন বড়লেখা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার ও সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান। এছাড়া উপজেলার শ্রেষ্ট কলেজ নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ, শ্রেষ্ট স্কুল বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ট মাদ্রাসা নির্বাচিত হয়েছে বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ক্বেরাত/হামদ প্রতিযোগিতায় জেলা শ্রেষ্ট নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার গৌরব অর্জন করেছে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সাইদুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুল জব্বার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব শ্রেষ্টত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠন, প্রতিষ্টান প্রধান ও শিক্ষার্থীদেও বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
মন্তব্য করুন