বড়লেখায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

August 15, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শোকাবহ দিনটি পালন করেছে।

উপজেলা প্রশাসনঃ

ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন অফিসার আজাদের রহমানের পরিচালনায় র‌্যালি পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  ডা. প্রণয় কুমার দে, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল, ওসি (তদন্ত) দেবদুলাল ধর, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক লিটন শরীফ, শিক্ষক বদর উদ্দিন প্রমূখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের উপর অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন :

উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদোগে পৌর শহরে র‌্যালী বের হয়। আহমদ ম্যানশনের সম্মুখে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, আ্ইন বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান এনাম আহমদ, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ, সম্পাদক আব্দুল মালিক ঝুনু, সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আলী, যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাধারন সম্পাদক কামাল আহমদ, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নোমান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানিম আহমদ, ভারপ্রাপ্ত সম্পাদক ফরহাদ আহমদ প্রমূখ। বাদ যোহর বড় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ:

আবাসিক মেডিকেল অফিসার সঞ্জয় সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ডা. রামেন্দ্র সিংহ, ডা. ফেরদৌস আক্তার, ডা. শারমিন আক্তার, প্রধান হিসাব রক্ষক সেলিম রেজা রুনু, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস, প্যাথলজিস্ট সুলতান আহমদ প্রমুখ।

বড়লেখা ডিগ্রী কলেজ, বড়লেখা নারী শিক্ষা ডিগ্রী কলেজ, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, দক্ষিণভাগ বালিকা বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com