বড়লেখায় উপ-নির্বাচনে হেলাল উদ্দিন মেম্বার নির্বাচিত
বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ৩৭৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে ইউপি মেম্বার নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মো. ফারুক আহমদ পেয়েছেন ২৯৫ ভোট। উক্ত ওয়ার্ডে ইউপি মেম্বার পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন। প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার।
সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত সর্বমোট ১৮৩৯ জন ভোটারের মধ্যে ১৩৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম প্রকাশ্য দিবালোকে খুন হলে নির্বাচন কমিশন এ আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে। পুলিশ, র্যাব, ডিবি ছাড়াও সার্বক্ষণিক মাঠে থাকে সাদা পোষাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। ভোটারের নিরাপত্তা নিশ্চিত ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে মাঠে ছিলেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাস।
মন্তব্য করুন