বড়লেখায় এইচএসসিতে পাশের হার ৫৭% কারিগরিতে শতভাগ জিপিএ-৫ পেয়েছে ৯ শিক্ষার্থী

August 19, 2016,

আব্দুর রব॥ বড়লেখায় এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৭৮৮ জন শিক্ষার্থীর ১০২৩ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৫৭। জিপিএ-৫ পেয়েছে নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ৩ শিক্ষার্থী আবিরা আজাদ চৌধুরী, প্রজ্ঞা লাবনি দলপতি ও তামান্না আক্তার। কারিগরিতে শতভাগ ফলাফল অর্জনসহ ৫টি জিপিএ-৫ পেয়েছে এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ। পাশের হারের দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে সুজানগর পাথারিয়া কলেজ। আলিমে উপজেলায় ২৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৩২ জন। পাশের হার ৯৪%। জিপিএ-৫ পেয়েছে সুজাউল সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার এক শিক্ষার্থী। এইচএসসি সাধারন, কারিগরি ও আলিমে উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯ শিক্ষার্থী।
১৮ আগষ্ট বৃহস্পতিবার জানা গেছে, বড়লেখা ডিগ্রি কলেজ থেকে ৬১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৪০ জন, পাশের হার ৫৫%, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ থেকে ৫২৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৩১০ জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন শিক্ষার্থী, পাশের হার ৫৯%। শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ১৫১ জন অংশ নিয়ে পাশ করেছে ৮৫জন, পাশের হার ৫৬%, দাসেরবাজার আদর্শ কলেজ থেকে ২০০ পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১০২জন, পাশের হার ৫১%। বর্ণি এম.মন্তজিম আলী মহাবিদ্যালয় থেকে ১৯১জন অংশ নিয়ে পাশ করেছে ১১১ জন, পাশের হার ৫৮%, সুজানগর পাথারিয়া কলেজ থেকে ৯৯জন অংশ নিয়ে পাশ করেছে ৭৫জন, পাশের হার ৭৬%।
কারিগরিতে এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ থেকে ৫২জন অংশ নিয়ে শতভাগসহ জিপিএ-৫ পেয়েছে ৫জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com