বড়লেখায় এক রাতে চার দোকানে চুরি
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পৌর শহরে একরাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ ও পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম রেজার দোকানসহ চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। ২৫ জুলাই সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বড়লেখা পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় শাহিনা ভেরাইটিজ স্টোরের পেছনের দরজা ভেঙে চুরি হয়েছে। পৌর শহরের শাহিনা ভেরাইটিজ স্টোর দোকান মালিক জুনেদের দাবি নগদ দেড় লাখ টাকা ও ২০ হাজার টাকার রিচার্জ কার্ডসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চোর নিয়ে গেছে বলে। দোকান মালিক জুনেদ জানান, চুরের ফেলে যাওয়া একটি মানিব্যাগ তিনি সকালে দোকানে পান। পরে সেটি পুলিশের হাতে তুলে দেন।
এছাড়া একই রাতে পৌর শহরের পাখিয়ালা এলাকায় কাউন্সিলর রেজাউল করিম রেজার সিরাজ এন্ড সন্স, আসাদ মোবাইল সপ, অন্তরা ভেরাইটিজ স্টোর দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ২৬ জুলাই মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করেন।
এদিকে ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ ও কাউন্সিলর রেজাউল করিম রেজাসহ অন্য চুরি হওয়া দোকান দেখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। তবে চুরির সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে প্রশাসনের প্রতি তাদের বিশ্বাস রয়েছে বলে নেতৃবৃন্দ জানান। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান চুরির বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন আছে।’
মন্তব্য করুন